Go to full page →

বাইবেল অধ্যয়নে উদ্যম রক্ষা করা- ৮৩ MYPBen 250

“তােমরা শাস্ত্র অনুসন্ধান কর; কেননা তােমরা মনে করিয়া থাক, তাহাতেই তােমাদের জীবন অনন্ত জীবন রহিয়াছে।” যােহন ৫:৩৯। অন্বেষণ অর্থ, যা কিছু হারিয়ে গেছে, মনােযােগ সহকারে তা খুঁজে দেখা। ঈশ্বরের বাক্যে গােপন ধনের অন্বেষণ কর। ঐ সব ব্যতিরেকে তুমি কিছুই করতে পার না। কঠিন অংশগুলাে অধ্যয়ন কর, পদের সঙ্গে পদের তুলনা কর, এবং তুমি দেখবে যে, শাস্ত্র চাবি স্বরূপ যা শাস্ত্র খুলে দেয়। MYPBen 250.1

যারা প্রার্থনা সহকারে বাইবেল অধ্যয়ন করে তারা প্রতিটি অন্বেষণে পূর্বাপেক্ষা অধিক জ্ঞানের সন্ধান লাভ করে। তাদের কিছু কিছু সমস্যার সমাধান হয়েছে কেননা পবিত্র আত্মা, যােহন ১৪ অধ্যায়ে কথিত বাক্য অনুসারে কাজ করেছেন: “কিন্তু সেই সহায়, পবিত্র আত্মা, যাহাকে পিতা আমার নামে পাঠাইয়া দিবেন, তিনি সকল বিষয়ে তােমাদিগকে শিক্ষা দিবেন, এবং আমি তােমাদিগকে যাহা যাহা বলিয়াছি, সে সকল স্মরণ করাইয়া দিবেন।” (যােহন ১৪:২৬)। MYPBen 250.2

একান্ত ধৈর্য ধারণ পূর্বক প্রচেষ্টা ব্যতিরেকে প্রাপ্ত কোনাে কিছুরই মূল্য নেই। ব্যবসায়, কেবল যাদের ইচ্ছা রয়েছে তারা কৃতকার্যতারূপ ফল পাবে। একান্ত প্রচেষ্টা ছাড়া আমরা আত্মিক বিষয়ে জ্ঞান প্রত্যাশা করতে পারি না। যারা সত্যের মনি মানিক্য লাভ করতে চায় তাদেরকে খনি আবিষ্কারকদের ন্যায় মূল্যবান আকরিক পাবার জন্য মাটির নীচে খুঁড়তে হবে। MYPBen 250.3

যারা উদাসীন ভাবে এবং আগ্রহ না দেখিয়ে কাজ করে, তারা কখনও কৃতকার্য হবে না। তরুণ এবং বৃদ্ধদের ঈশ্বরের বাক্য অধ্যয়ন করা উচিৎ; আর তাদের কেবল পড়লেই চলবে না, কিন্তু তাদেরকে মনােযােগ সহকারে একান্তভাবে প্রার্থনা, বিশ্বাস, এবং অন্বেষণ সহকারে অধ্যয়ন করতে হবে । এভাবে তারা গুপ্তধনের সন্ধান পাবে, কেননা প্রভু তাদের জ্ঞানকে ত্বরান্বিত করবেন। MYPBen 250.4