বাক্য অধ্যয়নে, তােমার অনুসন্ধানের দুয়ারে তােমার পূর্ব ধারণা ত্যাগ কর এবং তােমার বংশগত এবং সুরুচিসম্পন্ন ধারণা সমূহ ত্যাগ কর। তুমি যদি তােমার নিজের ধারণা সমর্থন কর, তাহলে তুমি কখনও সত্যে পৌঁছতে পারবে না। এগুলাে প্রবেশ দ্বারেই ত্যাগ কর, এবং একটি ভগ্নচূর্ণ হৃদয়ে, প্রভু তােমাকে কি বলতে চান তা শ্রবণ কর। যেমন সত্যের বিস্ত্র অন্বেষণকারী খ্রীষ্টের চরণে বসে, তার কাছে শিক্ষা গ্রহণ করে, তখন বাক্য তাকে জ্ঞান দান করে। যারা নিজেদের জ্ঞানে বাইবেল অধ্যয়নে আত্মদর্শী খ্রীষ্ট তাদের বলেন, যদি তােমরা পরিত্রাণার্থে জ্ঞানবান হতে চাও তােমাদের হৃদয়ে নম্র এবং বিনয়ী হতে হবে। MYPBen 251.1
পূর্ব ধারণার আলােকে বাক্য পাঠ করিও না; কিন্তু একটি পূর্ব ধারণা মুক্ত মনে পাঠ কর; প্রার্থনা এবং সতর্কতা সহকারে অনুসন্ধান কর। তুমি যখন পাঠ করবে, তখন যদি তােমার দৃঢ় বিশ্বাস আসে, আর তুমি দেখ যে, তােমার। পােষণ করা ধারণাসমূহ বাক্যের সঙ্গে মিল হচ্ছে না, তখন এই সব ধারণাসমূহ তােমার মতামতের যােগ্য করে তােলার চেষ্টা করাে না। তুমি অতীতে যা বিশ্বাস করেছ এবং অনুশীলন করেছ তা তােমার জ্ঞানকে বশীভূত করতে অনুমতি দিও না। তােমার মনের চোখ খুলে ব্যবস্থার আশ্চর্য এবং অদ্ভুত বিষয়গুলাে দর্শন কর। কি লেখা আছে তা খুঁজে বের কর এবং অতঃপর তােমার চরণ চিরন্তন প্রস্তুরের উপর স্থাপন কর । MYPBen 251.2