Go to full page →

শাশ্বত স্বর MYPBen 254

ঈশ্বরের বাক্যে মন গভীরতম চিন্তার জন্য বিষয় এবং উচচাকাঙ্খ খুঁজে পায়। এখানে আমরা পিতৃকুলপতি এবং ভাববাদীগণের সঙ্গে কথপােকথন। করতে পারি এবং মানুষের সঙ্গে কথিত ঈশ্বরের বাণী শুনতে পারি। এখানে আমরা স্বর্গের মর্যাদা দেখতে পাই, যেমন তিনি আমাদের বিকল্প এবং জামিনদার হবার জন্য নিজেকে বিনম্র করলেন, অন্ধকারের ক্ষমতার সঙ্গে একাকী প্রতিযােগিতা করে আমাদের পক্ষে বিজয় অর্জন করলেন। এমন একটি ভক্তিমান গভীর চিন্তা কোমল, পবিত্ৰীকৃত এবং অন্তঃকরণকে মর্যাদাসম্পন্ন করতে ব্যর্থ হতে পারে না, এবং একই সময় মনকে নতুন শক্তি দ্বারা উৎসাহিত করতে ব্যর্থ হতে পারে না। ঈশ্বরের দাসীকে যারা ঘৃণাভরে ও অবজ্ঞার ছলে ব্যবহারের জন্য একে সাহস ও পুরুষােচিত বিষয় হিসেবে বিবেচনা করে, এতে তারা তাদের নিজেদের অজ্ঞতা ও মূর্খতাকেই ফাঁস করে দেয়। যেহেতু তারা তাদের। স্বাধীনতার অহঙ্কার করে, তারা বাস্তবিক পক্ষে পাপ এবং শয়তানের দাসত্বে রয়েছে । MYPBen 254.2