Go to full page →

জীবনের প্রকৃত দর্শন MYPBen 255

ঈশ্বর কি, এবং তিনি আমাদের কি হতে বলেন এ বিষয়ে একটি পরিষ্কার ধারণা, আমাদের স্বাস্থ্যকর বা সুস্থ নম্রতার দিকে পরিচালিত করে। যে ব্যক্তি পবিত্র বাক্য ঠিকভাবে অধ্যয়ন করে সে শিখবে যে মানব বুদ্ধি সর্ব শক্তিমান নয়। সেই জানতে পারবে যে, যে সাহায্য ঈশ্বর ব্যতিত অন্য কেউ দিতে পারে না, সে সাহায্য ছাড়া মানব শক্তি এবং জ্ঞান দুর্বলতা এবং মূর্খতা। MYPBen 255.1

সে ব্যক্তি ঐশ্বরিক নির্দেশ অনুসরণ করছে, সেই কেবল প্রকৃত ত্রাণকারী অনুগ্রহের উৎস খুঁজে পেয়েছে এবং তার চতুর্দিকে সকলের কাছে সহভাগ করার জন্য সুখের শক্তি খুঁজে পেয়েছে। ধর্ম ব্যতিরেকে কেউই প্রকৃত পক্ষে জীবন উপভােগ করতে পারে না। ঈশ্বরের প্রতি প্রেম আস্বাদন শক্তি এবং বাসনা বিশুদ্ধ ও উন্নত করে, বন্ধুত্ব ভাব তীব্রতর করে এবং প্রতিটি প্রশংসিত আমােদকে উজ্জ্বল করে। এটি মনুষ্যকে কৃতজ্ঞতার সঙ্গে তারিফ করতে সমর্থ করে এবং যা কিছু সত্য উত্তম ও মনােরম তা উপভােগ করতে সমর্থ করে । MYPBen 255.2

কিন্তু সর্বোপরি অন্য বিবেচনা সমূহ যা আমাদের বাইবেলকে অত্যধিক মূল্যবান জ্ঞান করতে পরিচালিত করে তা হল, এর মধ্যে মানুষের কাছে ঈশ্বরের ইচ্ছা প্রকাশ হয়। এখানে আমরা আমাদের সৃষ্টির উদ্দেশ্য এবং উপায় জানতে পারি, যদ্বারা উদ্দেশ্য সাধন করা যেতে পারে। আমরা জানতে পারি কিভাবে বর্তমান জীবন বুদ্ধিপূর্বক অপেক্ষাকৃত ভালাে করা যায়, কিভাবে। ভবিষ্যৎ জীবন নিরাপদ এবং নিরুদ্বেগ করা যায়। অন্য কোনাে পুস্তক মনের প্রশ্নসমূহের উত্তর প্রদান করতে বা হৃদয়ের তীব্র আকাঙখা পূর্ণ করতে পারে না। ঈশ্বরের বাক্যের জ্ঞান লাভ এবং তাতে মনােযােগ প্রদান করে, মনুষ্য অতিশয় নিম্নতর স্থান থেকে উঠে এসে ঈশ্বরের সন্তান হয়ে নিস্পাপ দূতগণের সঙ্গে Franco 965 1- Counsels to Teachers, Parents, and Students ’. pp. 52-54. MYPBen 255.3