Go to full page →

ঈশ্বরের গৃহে আচরণ MYPBen 257

এই যুগের তরুণ তরুণিদের মধ্যে সমাদরের বড় অভাব। আমি শঙ্কিত হয়ে পড়ি যখন আমি দেখি ধর্মীয় পিতা-মাতাদের পরিবারের শিশু এবং যুবক-যুবতিরা ঈশ্বরের গৃহের জন্য আবশ্যকীয় শৃঙ্খলা ও সঠিক কাজের প্রতি এত অমনােযােগী। ঈশ্বরের দাসগণ যখন লােকদের কাছে জীবনের বাক্য উপস্থাপন করছেন, তখন কেউ কেউ পড়ছে, অন্যেরা ফিস ফিস করছে এবং হাসছে। তাদের চক্ষু তাদের পার্শ্বের লােকদের মনােযােগ নষ্ট করছে। এই অভ্যাস যদি চলতে দেওয়া হয়, নজর দেওয়া না হয়, তবে তা বৃদ্ধি পাবে এবং অন্যদের প্রভাবিত করবে। MYPBen 257.3

শিশু এবং তরুণ তরুণিদের কখনও উপলব্ধি করা উচিৎ নয় যে উদাসীন এবং ঈশ্বরের উপাসনার স্থানে অসতর্ক হওয়া একটি গর্বের বিষয়। ঈশ্বর প্রতিটি অশ্রদ্ধাজনিত চিন্তা এবং কাজের প্রতি লক্ষ রাখেন, এবং এসব স্বর্গের পুস্তকসমূহে লিপিবদ্ধ করা হয়। তিনি বলেন, “আমি জানি তােমার কার্য সকল।” তাঁর সর্বদর্শী দৃষ্টি হতে কিছুই লুকানাে যায় না। যদি তুমি ঈশ্বরের গৃহে অমনােযােগী এবং উদাসীন হবার অভ্যাস গঠন করে থাক, তা হলে এটি সংশােধন করার অভ্যাস চালু রাখ; এবং দেখাও যে তােমার আত্মসম্মান বােধ রয়েছে। যাবৎ না সমাদর প্রদর্শন তােমার একটি কর্তব্য না হয়ে থাকে তাবৎ তুমি এটি অভ্যাস করেই যাও। MYPBen 257.4

ঈশ্বরের গৃহ এবং আরাধনার জন্য অশ্রদ্ধা দেখাবে না এবং বক্তৃতার। সময় একে অন্যের সঙ্গে কথা বলবে না। যারা এ সব ভুল করে যাচ্ছে, তারা। যদি দেখতে পেত ঈশ্বরের দূতগণ তাদের প্রতি লক্ষ রাখেন এবং কার্যকলাপ চিহ্নিত করছেন, তবে তারা ভীষণভাবে লজ্জিত হত এবং নিজেদের প্রতি তীব্র ঘৃণা আসত। ঈশ্বর মনােযােগী শ্রোতা চান। লােকেরা যখন ঘুমিয়ে ছিল। তখনই শত্রু এসে শ্যামাঘাসের বীজ বপন করে গেল। MYPBen 258.1

যা কিছু পবিত্র, যা কিছু ঈশ্বরের আরাধনার সংশ্লিষ্ট, তার কিছুর প্রতিই অসতর্কতা এবং ঔদাসীন্য প্রদর্শন করা উচিৎ নয়। যখন জীবনের বাক্য উচ্চারিত হয়; তখন তােমার মনে রাখতে হবে যে, তুমি ঈশ্বরের প্রতিনিধির মাধ্যমে তাঁর রব শুনছ। অমনােযােগিতার মাধ্যমে এ সব বাক্য হারিয়ে ফেল না; যদি মনােযােগ প্রদান কর, তবে তা তােমার চরণকে অন্যায় পথ থেকে দূরে রাখবে। MYPBen 258.2