Go to full page →

ধর্মীয় ব্যাপারে তুচ্ছ জ্ঞান করা MYPBen 258

আমি দেখে দুঃখিত যে, বহু সংখ্যক তরুণ যারা মুখে ধর্ম স্বীকার করে, তাদের হৃদয়ের কোনাে পরিবর্তনের লক্ষণ দেখা যায় না। চরিত্রের পরিবর্তন দৃষ্ট হয় না। তারা উপলব্ধি করে না যে, একজন খ্রীষ্টিয়ান হওয়া একটি পবিত্র বিষয়। তাদের জীবন মনের একটি ধর্মীয় কাঠামাের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। যদি তারা সেই সংখ্যাভুক্ত থাকত যারা কার্যত ঈশ্বরের পুত্র এবং কন্যা তবে তারা তুচ্ছনীয় এবং রসিকতা এবং অকিঞ্চিৎকর বিষয় নিয়ে পরিপূর্ণ হত না; আহম্মকি মন্তব্য এবং তাদের মধ্যে অন্যদের মূর্খতার আচরণ দৃষ্ট হত না। একটি মন যা স্বর্গ লাভ একটি পুরস্কার লাভ স্বরূপ মনে করে, সে ধর্মীয় ব্যাপারে প্রতিটি বিভ্রান্তি ঠাট্টা দৃঢ়তার সঙ্গে বর্জন করবে। MYPBen 258.3

এই বিষয়ের উপরে উদাসীনতায় মহা বিপদ রয়েছে। কোনাে মূর্খতা চিন্তাহীনতার ন্যায় এরূপ সূক্ষ্ম নয়। সব জায়গায় আমরা একটি লঘুচেতা চরিত্রের তরুণদের দেখতে পাই। এই শ্রেণীর সব তরুণদের এড়িয়ে চলতে হবে; কারণ তারা বিপজ্জনক। যদি তারা খ্রীষ্টিয়ান বলে স্বীকার করে, তারা অত্যন্ত ভীতকর অপেক্ষা অধিক কিছু। তাদের মন একটি নিকৃষ্টতর ছাঁচে নিক্ষিপ্ত; বরং এটি তােমাকে উচ্চে তুলে ধরা এবং সঠিক কাজটি করা অপেক্ষা। তাদের পক্ষে তােমাকে তাদের স্তরে নিচে নামিয়ে আনা খুব সহজ হবে। তােমার বন্ধু বান্ধব তারাই হােক যারা বাক্যে এবং আচরণে শিষ্টতা লক্ষ করে। MYPBen 258.4

ঈশ্বরের প্রশংসা প্রদর্শনের সর্বাত্মক প্রচেষ্টায়, তােমার সঙ্গী-সাথী এমন হবে যাতে করে তােমার মন সাধারণ লােক হতে যুক্তিসংগত দূরত্ব বজায় থাকবে। যদি তােমার প্রসার দৃষ্টি, উন্নত চিন্তাধারা এবং উচ্চকাঙ্খ থাকে, তবে এমন মেলামেশা মনােনয়ন কর যা সঠিক নীতিমালা জোরদার করবে। প্রত্যেকটি কাজের প্রতিটি চিন্তা এবং উদ্দেশ্য ভবিষ্যৎ জীবন নিরাপদ করার ক্ষেত্রে, চিরন্তন সুখের লক্ষ্যে করা হােক। - The Youth’s Instructor, October 8, 1896. MYPBen 259.1