Go to full page →

বাইবেল সবচেয়ে আকর্ষণীয় বই- ৯১ MYPBen 275

বয়স্ক এবং যুবক সকলেই বাইবেল অবহেলা করে। তারা এটিকে তাদের অধ্যয়নের বিষয় করে না, তাদের জীবনের নিয়মস্বরূপ করে না। বিশেষ করে যুবক-যুবতিরাই এই অবহেলায় দোষী। তাদের অধিকাংশই অন্য পুস্তকাদি পাঠের সময় পায়, কিন্তু যে পুস্তক তাদের অনন্ত জীবনের পথ দেখায়। তা তারা প্রতিদিন পাঠ করে না। কাল্পনিক কাহিনীগুলাে তারা মনােযােগ সহকারে পাঠ করে, কিন্তু বাইবেল তুচ্ছ করে। এই পুস্তকখানি আমাদের উচ্চতর এবং পবিত্রতম জীবনের প্রতীক। যুবক-যুবতিদের এই পুস্তককে তাদের এ যাবৎ পড়া সবচেয়ে চিত্তাকর্ষক পুস্তক হিসেবে বিবেচনা করা উচিৎ, যা কাল্পনিক গল্পের মত তাদের ভুল পথে চালিত করবে না। MYPBen 275.1

তারুণ্যপূর্ণ হৃদয় যখন জ্ঞানের সর্ব শ্রেষ্ঠ উৎস—ঈশ্বরের বাক্যকে তুচ্ছ করে তখন তারা মহত্তর উন্নতি সাধনে ব্যর্থ হয়। যেহেতু আমরা ঈশ্বরের রাজ্যে স্রষ্টার সান্নিধ্যে; আমরা তার সাদৃশ্যে নির্মিত, তিনি আমাদের প্রতি দৃষ্টি রাখেন এবং প্রেম করেন এবং আমাদের যত্ন করেন—এগুলাে চিন্তার জন্য চমকার, এবং চিন্তার বিস্ময়কর বিষয়বস্তু, এবং মনকে প্রসার, ধ্যানের উচ্চ ক্ষেত্রে পরিচালিত করে। যে ব্যক্তি মন এবং হৃদয় খুলে এ ধরণের মূল বিষয় ধ্যান করে, তারা কখনও গতানুগতিক উত্তেজনাপূর্ণ বিষয়সমূহ নিয়ে সন্তুষ্ট হয় MYPBen 275.2

শাস্ত্রের একটি বিস্তৃত জ্ঞান অন্বেষণের গুরুত্ব অনুমান করা কঠিন। “ঈশ্বরের অনুপ্রেরণা দ্বারা প্রদত্ত,” আমাদেরকে পরিত্রাণের নিমিত্ত জ্ঞানবান করতে পারে, ঈশ্বরের লােকেরা, “সমস্ত সৎকর্মের জন্য সুসজ্জিত” (২ তীমথিয় ৩:১৫-১৭), আমাদের শ্রদ্ধাশীল মনােযােগের প্রতি বাইবেলের সর্বোচ্চ দাবি আছে। আমরা ভাসা ভাসা জ্ঞান লাভে সন্তুষ্ট থাকব না, কিন্তু সত্যের বাক্যের পূর্ণ অর্থ শেখার চেষ্টা করতে হবে, পবিত্র বাক্যের গভীর থেকে পান করতে 261- “Counsels to Teachers, Parents, and Students” pp. 138, 139. MYPBen 275.3