Go to full page →

পাপের চিত্র MYPBen 276

অর্থ উপার্জনের জন্য উত্তেজনাপূর্ণ প্রসঙ্গ নিয়ে মুদ্রিত ও বিতরণ করা পুস্তক যুবকদের কখনও পাঠ করা উচিৎ হবে না। এ ধরণের পুস্তকসমূহে একটি মন্দ আকর্ষণ শক্তি রয়েছে। জনসাধারণের সম্মুখে নিরতিশয় অপরাধ এবং বর্বরতা বর্ণনা করে লােকদের দেখাতে চায় যে তারা কত কিছুই না করতে পারে। মস্তবড় দুস্কার্য, নিষ্ঠুরতা, কাম-লালসাদি চরিতার্থ করার অভ্যাস কোনাে কোনাে ঐতিহাসিক লেখনির মধ্যে তাড়ির ন্যায় অনেকের মনে কাজ করে একই প্রকার কর্মকাণ্ডের প্রতি পরিচালিত করেছিল। MYPBen 276.1

যে পুস্তকগুলাে মানব গােষ্ঠির শয়তানি অভ্যাস বর্ণনা করে সেগুলাে দিয়াবলের প্রচারণা করে। এ সব ভয়াবহ নির্দিষ্ট অভাব শীর্ষে থাকবে না, এবং যে কেহ এই কালের সত্য বিশ্বাস করে তাদের কারােই তাদের স্মৃতি চিরস্থায়ী করতে কাজ করা উচিৎ নয়। যখন বােধশক্তি এই কলুষিত আহার দ্বারা পরিতৃপ্ত হবে, যখন চিন্তারাশি অপবিত্র এবং অনাধ্যাত্মিক হবে।- “ Counsels to Teachers, Parents, and Students ” pp. 133, 134. MYPBen 276.2