Go to full page →

বিনা অজুহাতে MYPBen 299

নির্দিষ্ট দিনে যখন প্রত্যেকে নিজ নিজ কাজ অনুসারে বিচারিত হবে, তখন বর্তমান সময়ে মানুষ দশমাংশ এবং ঈশ্বরের উপহার ও ধন্যবাদের দান না দিয়ে ধরে রাখার জন্য যে সব অজুহাত তৈরি করে তা সূর্যের আলাের শিশির বিন্দু অদৃশ্য হয়ে যাওয়ার মত বিলিন হয়ে যাবে। এ সুযােগ যদি চিরদিনের মত চলে না যেত তাহলে কতজনই না মহানন্দের সঙ্গে অতীতে ফিরে গিয়ে তাদের চরিত্র পুনগঠন করত। কিন্তু যারা সাপ্তাহিকভাবে, মাসিকভাবে বার্ষিকভাবে ঈশ্বরকে ঠকিয়েছে তাদের লেখ্য প্রমাণ পরিবর্তন করার জন্য তখন খুবই দেরি হয়ে যাবে। তাদের নিয়তি নির্দিষ্ট হয়ে যাবে, অপরিবর্তনশীলভাবে চিরদিনের জন্য স্থির হয়ে যাবে । MYPBen 299.3

স্বার্থপরতা মারাত্মকভাবে মন্দ। ঈশ্বর এবং মানুষের মধ্যে চুক্তির নির্দিষ্ট কালের প্রতি আত্ম-প্রেম এবং অসতর্ক উদাসীনতা, বিশ্বস্ততা ধনাধ্যক্ষরূপে তাদের কাজের প্রতি অস্বীকৃত, তাদের প্রতি অভিশাপ আনয়ন করে, ব্যাপারটি তেমনই হবে যেমন তিনি ঘােষণা করেছিলেন। এই আত্মাগণ। ঈশ্বর থেকে তাদের বিছিন্ন করেছে, দশ আজ্ঞার অসম্মান করেছে, এবং তিনি তাদের প্রতি তাঁর আশীর্বাদ বর্ষণ করতে পারেন নি। MYPBen 299.4