Go to full page →

দশমাংশ MYPBen 300

সদাপ্রভু সুনির্দিষ্টভাবে বলেছেন; তােমার যা কিছু আছে তার দশমাংশ আমার; তােমার দান এবং উপহারসমূহ ধন ভাণ্ডারে আনতে হবে, এবং আমার কাজের অগ্রগতির জন্য ব্যবহৃত হবে; যারা অন্ধকারে বসে আছে তাদের কাছে জীবন্ত প্রচারক পাঠাতে হবে যেন তারা শাস্ত্র খুলতে পারে । MYPBen 300.1

অতঃপর কেউ কি ঈশ্বরের নিকট হতে তার নিজের কাউকে পিছনে। টেনে রাখবে, যেমন অবিশ্বস্ত দাস তার প্রভুর অর্থ মাটির নিচে পুঁতে রেখেছিল? ঈশ্বরকে অভিযােগ করে, আমরা কি অলস দাসের মত বলব, যে “প্রভু, আমি জানতাম আপনি একজন কঠিন লােক, আপনি যেখানে ছড়াননি সেখানে আপনি কুড়ান: আর আমি ভয় পেয়েছিলাম, তাই আপনার তালন্ত মাটির নীচে পুঁতে রেখেছিলাম; আর দেখুন, আপনার যা ছিল, আপনি তাই-ই পেলেন আমরা কি এই ব্যক্তির ন্যায় আমাদের অবিশ্বস্ততায় সত্যতা প্রতিপাদন করব । আমরা কি বরং আমাদের কৃতজ্ঞতার দান ঈশ্বরের নিকটে ফিরিয়ে দেব না? The Youth Instrouctor August 26, 1897. MYPBen 300.2