Go to full page →

গৃহে একটি আশীর্বাদ—১১২ MYPBen 325

যুবক-যুবতিদের প্রতি ঈশ্বর বলেন, “বৎস তােমার হৃদয় আমাকে দাও।” জগতের ত্রাণকর্তা চান যেন যুবক-যুবতিরা তাদের হৃদয় তাঁকে দেয়। সন্তান সন্ততিদের বৃহৎ একটি দল হয়ত আছে যাদের দেখা যাবে যে তারা ঈশ্বরের প্রতি বিশ্বস্ত, কারণ খ্রীষ্ট যেমন আলোতে চলে, তারাও তেমনই আলােতে চলে। তারা যীশুকে ভালােবাসবে, এবং তাকে সন্তুষ্ট করা তাদের জন্য আনন্দদায়ক । কারও ভৎর্সনায় তারা অস্থির হবে না; বরং তারা তাদের দয়া, ধৈর্য, এবং দৈনন্দিন জীবনের দায়-ভারের কথা শুনে সাহায্য করার মাধ্যমে তারা তাদের পিতার ও মাতার অন্তর আনন্দিত করবে । শৈশব থেকে যৌবন ব্যাপি তাদের আমাদের প্রভুর বিশ্বস্ত শিষ্য হতে দেখা যাবে। MYPBen 325.1

সন্তানেরা ও যুবক-যুবতিরা, তােমরা তােমাদের শৈশবেই তোমাদের গৃহের জন্য আশীর্বাদস্বরূপ হতে পার। পিতামাতা দুঃখে থাকুক অথবা ক্লেশে থাকুক ঈশ্বর-ভয়শীল পিতামাতার সন্তানদের উচহ্খল ও অবাধ্য হিসেবে দেখতে পাওয়া, অপরিণামদর্শী এবং স্বেচছাচারী হিসেবে দেখতে পাওয়া, তাদের নিজের ইচ্ছে মত কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ দেখতে পাওয়া কতই না দুঃখজনক। সন্তানদের অন্তরকে শাসন করা শয়তানের জন্য আনন্দদায়ক, এবং সে যদি অনুমতি পায় তবে সে নিজ কুৎসিত আত্মায় তাদের অনুপ্রাণিত করবে। MYPBen 325.2