Go to full page →

পিতামাতার প্রতি বাধ্যতা MYPBen 325

সন্তানেরা যাতে তাদের হৃদয় ঈশ্বরকে দেয় সে জন্য পিতামাতারা তাদের সাধ্যমত সন্তানদের সর্বপ্রকার সুযােগ সুবিধা ও পরামর্শ দিতে পারে; তথাপি সন্তানরা হয়ত সেই আলােতে পথ চলতে অস্বীকার করতে পারে, উপরন্ত যে পিতামাতা তাদের ভালােবাসেন, এবং যাদের অন্তর তাদের পরিত্রাণের জন্য আকুল আকাঙখা করে, সেই পিতামাতাকে তারা তাদের মন্দ প্রক্রিয়া দ্বারা প্রতিকূল অবস্থার মধ্যে নিক্ষিপ্ত করতে পারে। MYPBen 325.3

শয়তানই সন্তানদের পাপ কাজে এবং অবাধ্যতায় চলার জন্য প্রলুব্ধ করে; আর সে যদি তাদের কাছে প্রশ্রয় পায় এবং পাপের পথে চলে তবে সে সন্তানদের জীবন গ্রহণ ও নিয়ন্ত্রণ করে, যাতে সে পরিত্রাণের আশা থেকে তাদের বিচ্ছিন্ন করতে পারে এবং ঈশ্বর ভয়শীল পিতামাতার হৃদয় তরবারী দ্বারা বিদ্ধ করতে পারে, আর ঈশ্বরের বিরুদ্ধে তাদের সন্তানদের চূড়ান্ত অনুতাপহীনতা ও বিদ্রোহের কারণে তখন তারা দুঃখে এতটাই ভেঙ্গে পড়বে যে তারা আর কখনও মাথা উঁচু করতে পারবে না।... MYPBen 326.1

সন্তানেরা ও যুবক-যুবতিরা, আমি তােমাদের অনুনয় বিনয় করে। বলছি, খ্রীষ্টের দোহাই, তােমরা আলাের পথে চল। ঈশ্বরের ইচ্ছার কাছে। তােমাদের ইচ্ছা সঁপে দাও। যখন “পাপীরা তােমাকে প্ররােচিত করে, তুমি। তাদের প্ররােচনায় সম্মত হইও না।” প্রভুর পথে চল, কারণ পাপের পথে তুমি। কখনও শান্তি পাবে না। মন্দ স্বভাবের দ্বারা তুমি শুধু তােমার পিতামাতার মর্যাদা হানিই করবে ও খ্রীষ্ট ধর্মের উপর অশ্রদ্ধা আনবে। মনে রেখ, গােটা স্বর্গবাসীর সম্মুখে তুলে ধরার জন্য তােমার জীবনের আদ্যোপান্ত স্বর্গীয় পুস্তকে লিখে রাখা হয়েছে। স্মরণ করে দেখছ যে, তা তােমার জন্য কতটা লজ্জার, কতটা অনুতাপের বিষয় হবে, অনন্ত জীবন হারাবার এটুকুই কি তােমার জন্য অত্যন্ত বেদনাদায়ক বলে বিবেচিত হওয়া উচিৎ নয়! “তােমরা আমার অনুযােগে ফির; দেখ, আমি তােমাদের উপরে আমার আত্মা সেচন করিব, আমার কথা তােমাদিগকে জ্ঞাত করিব। ... কিন্তু যে জন আমার কথা শুনে, সে নির্ভয়ে বাস করিবে, শান্ত থাকিবে, অমঙ্গলের আশঙ্কা করিবে না।” খ্রীষ্টের পরামর্শে মনােযােগ দাও, তিনি বলেন, “যাবৎ তােমাদের কাছে জ্যোতি আছে, যাতায়াত কর, যেন অন্ধকার তােমাদের উপরে আসিয়া না পড়ে।” —দ্যা ইয়ুথস ইনস্ট্রাক্টর, আগস্ট ১০, ১৮৯৩। MYPBen 326.2