Go to full page →

ঈশ্বরের লােকদের কাছে একটি ফাঁদ MYPBen 347

যারা বর্তমান সত্যে বিশ্বাস করে বলে দাবী করে তাদের মধ্যে যেভাবে জমকালাে পােশাক এবং প্রদর্শনীর প্রতি মােহ আমরা দেখেছি, আমরা দুঃখের সঙ্গে প্রশ্ন করি, ঈশ্বরের লােকেরা অতীত ইতিহাস থেকে কি কিছুই শিখবে না? সামান্য কিছু সংখ্যক লােক আছে যারা তাদের নিজ নিজ অন্তঃকরণ বুঝতে পারে। জমকালাে পােশাকের প্রতি উচ্চ ধারণা পােষণকারী এবং এই ধরণের তুচ্ছ বস্তুর প্রেমিকেরা হয়ত খ্রীষ্টের অনুসারী বলে নিজেদের দাবী করতে পারে; কিন্তু তাদের পােশাক এবং আলাপচারিতায় দেখায় যে তাদের মন কিসে দখল করে আছে এবং কিসের প্রতি তাদের অনুরাগ নিবিষ্ট আছে। জগতের জন্য তারা তাদের বন্ধুত্বের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, আর সেই বিশ্বাসঘাতকতাই প্রমাণ করে যে তারা জগতের। MYPBen 347.1

যে ব্যক্তি ফ্যাশানের মত নগণ্য বিষয় দ্বার পরিতৃপ্ত, একই সময় সে কি করে খ্রীষ্টের প্রেমের দ্বারাও পরিতৃপ্ত হতে পারে? যারা মৃদুশীল এবং বি ত্রাণকর্তার অনুসারী বলে দাবী করে, তারা জগতের পােশাকের আদর্শকে মেনে চলার প্রতি কতই-না আন্তরিক তা দেখে আমার হৃদয় অত্যন্ত ব্যথিত হয় । তাদের ঈশ্বর ভক্তি থাকা সত্ত্বেও, অবিশ্বাসীদের সঙ্গে তাদের পার্থক্য খুব কমই লক্ষ করা যায়। তারা ধর্মীয় জীবন উপভােগ করতে পারে না। তাদের সময় এবং অর্থ পােশাকের মত একটি মাত্র বিষয়ের জন্য উৎসর্গীকৃত থাকে এবং তা শুধু প্রদর্শনীর জন্য। MYPBen 347.2

অহঙ্কার এবং পােশাকের ব্যাপারে অসংযমিতা হল একটি পাপ যার ফলে বিশেষ করে নারীরা অধােমুখী হয়। সেই কারণে প্রেরিত পৌল সরাসরি নারীকে উদ্দেশ্য করে বলেন: “সেই প্রকারে নারীগণও সলজ্জ ও সুবুদ্ধিভাবে পরিপাটি বেশে আপনাদিগকে ভূষিত করুক; বেণীবদ্ধ কেশপাশে ও স্বর্ণ বা মুক্তা বা বহুমূল্য পরিচ্ছদ দ্বারা নয় কিন্তু—যাহা ঈশ্বর-ভক্তি অঙ্গীকারিণী নারীগণের যােগ্য- সৎ ক্রিয়ায় ভূষিত হউক।” ১ তীমথিয় ২:৯, ১০। MYPBen 347.3