Go to full page →

খ্রীষ্টিয় আমােদ প্রমােদ-১৩১ MYPBen 377

যখন আমরা আমাদের দেহের শক্তিকে সতেজ করার চেষ্টা করি, ঈশ্বর আমাদের বলেন যেন আমরা সর্ব শক্তিকে তার দেওয়া কাজের জন্য ব্যবহার করার চেষ্টা করি। আমরা পারি এবং আমাদের আমােদ প্রমােদ এমন ভাবে পরিচালনা করা যাতে করে আমরা আমাদের ওপর ন্যস্ত কাজ আরও কৃতকার্যতার সঙ্গে সম্পাদন করতে পারি এবং আমাদের প্রভাব আমরা যাদের সঙ্গে মেলামেশা করি, তাদের ওপর এমনভাবে বিস্তার করতে পারি যাতে তাদের উপকারি হবে। ঐরূপ পরিস্থিতি হতে আমরা আমাদের মনের সংস্কার। করে, শরীরের সতেজতার জন্য এবং নতুন উত্তম আশা ও উৎসাহের জন্য ঘরে ফিরে আসতে পারি । MYPBen 377.1

আমরা মানব জাতির উপকারার্থে এবং সমাজের জন্য একটি আশীর্বাদের জন্য এখানে রয়েছি; আর যদি আমাদের মনকে হীন পথে পরিচালিত হতে দেই যা অনেককে কেবল মূখতা এবং অসার কাজের দিকে অগ্রসর হতে পরিচালিত করছে, তবে কিভাবে আমরা বংশধরদের কাছে উপকার সাধক স্বরূপ হতে পারি? আমরা কিভাবে আমাদের চারিদিকে সমাজের কাছে আশীর্বাদস্বরূপ হতে পারি? ..... MYPBen 377.2