Go to full page →

বৈষম্যপূর্ণ নীতিমালা MYPBen 377

খ্রীষ্টের অনুসরণকারীদের মধ্যে মেলামেশা এবং খ্রীষ্টিয়ান আমােদ প্রমােদ এবং জাগতিক আমােদপ্রমােদ একটি লক্ষ্যণীয় বিরােধ দৃষ্ট হয়। ঘর সংসার প্রিয় লােকদের মুখে প্রার্থনা এবং খ্রীষ্ট, পবিত্র বিষয়ের উল্লেখ এর পরিবর্তে অসংযত হাসি এবং তুচ্ছ আলাপ আলােচনা শােনা যাবে। ধারণাটি এমন যে এখন সাধারণ আমােদ-প্রমােদ উপভােগের সময়। তাদের আমােদ প্রমােদ নির্বুদ্ধিতায় আরম্ভ হয় এবং অসারতায় শেষ হয়। আমাদের সম্মেলন এমন ভাবে পরিচালিত হতে হবে, আর আমরা এমনভাবে আচরণ করব যেন যখন আমরা আমাদের গৃহে ফিরে যাব তখন যেন আমরা ঈশ্বরের এবং মানুষের প্রতি একটি অপরাধবোেধ হীনবিবেক লাভ করতে পারি। একটি চেতনা যে, আমরা কোনাে লােককে কোনাে ভাবে আঘাত করিনি বা আহত করিনি, অথবা তাদের প্রতি ক্ষতিকর প্রভাব রাখিনি। MYPBen 377.3

স্বাভাবিক মন আমােদ-প্রমােদ এবং আত্ম পরিতৃপ্তির দিকে ঝুঁকে পড়ে। এই ঝোঁক তৈরি করাই হল শয়তানের কার্যধারা যেন মানুষের মন একটি জাগতিক আমােদ প্রমােদ দিয়ে পূর্ণ করার চেষ্টা হয়, যেন তাদের প্রশ্ন করার কোনাে সময় না থাকে, আমার আত্মার পক্ষে এটি কেমন? আমােদ প্রিয়তা একটি সংক্রামক ব্যাধি স্বরূপ। এ পর্যন্ত প্রশ্রয় দেওয়া হলে মন একটি বিষয় থেকে অন্য বিষয়ের দিকে ধেয়ে চলে, অন্য কোনাে আমােদ প্রমােদের অন্বেষণ করে। ঈশ্বরের ব্যবস্থার প্রতি আজ্ঞাবহতা এই ইচ্ছাকে নিবারণ করে, এবং অধার্মিকতার বিরুদ্ধে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। -“Counsels to Teachers, Parents and Students” pp. 336-337. MYPBen 378.1

যুবক যুবতিদের স্মরণে রাখতে হবে যে, তাদের সময়ের উন্নয়নের জন্য এবং তাদের দক্ষতার সঠিক ব্যবহারের জন্য সব কিছুর জন্য তারা যত সুযােগ উপভােগ করেছে সব কিছুর জন্য তাদেরকে হিসাব দিতে হবে। তারা জিজ্ঞাসা করতে পারে, আমাদের জন্য আমােদ-প্রমােদ এবং খেলাধুলার সময় কি নেই? আমরা কি কেবল কাজ আর কাজই করব, ভিন্ন কোনাে কিছু কি নেই? MYPBen 378.2

যে কোনাে আমােদ-প্রমােদ যাতে তুমি বিশ্বাসে ঈশ্বরের আশীর্বাদ যাচা করতে পার, তা বিপজ্জনক কিছু নয়। কিন্তু যে কোনাে আমােদ-প্রমােদ যা গােপন প্রার্থনা, প্রার্থনার বেদীতে তােমার ধ্যান, অথবা প্রার্থনা সভায় অংশ গ্রহণে তােমাকে অযােগ্য করে তা নিরাপদ নয় কিন্তু বিপজ্জনক। - “ Counsels to Teacners, Parents and Students” pp. 337. MYPBen 378.3