Go to full page →

সংগ্রামের প্রকৃতি—১১ MYPBen 48

মানুষের ইচ্ছা আগ্রাসী, আর এ লক্ষ্যে অবিরত সমস্ত কিছু পূর্ণ করার জন্য কঠোর চেষ্টা করছে। যদি এই ইচ্ছা ঈশ্বর এবং ন্যায়ের পক্ষে তালিকাভুক্ত হয়, তবে জীবনে আত্মর ফল দেখা যাবে; এবং যারা মঙ্গলার্থে কাজ করে, তাদের প্রত্যেককে ঈশ্বর গৌরব, মহিমা, সম্মান এবং শক্তি দিয়ে সজ্জিত করেছেন।” MYPBen 48.1

যখন শয়তানকে, ইচ্ছা শক্তিকে গঠন করার অনুমতি দেয়া হয়, তখন সে তার চূড়ান্ত কাজগুলাে শেষ করার জন্য তা ব্যবহার করে। সে মনের মধ্যে অবিশ্বাসের মতবাদ ঢুকিয়ে দেয় এবং মানব হৃদয় ঈশ্বরের বাক্যের বিরুদ্ধে সংগ্রাম করতে উত্তেজিত করে। অধ্যবসায়, ধৈর্য-প্রচেষ্টায়, সে ঈশ্বরের প্রতি ঘৃণা এবং বিরুদ্ধাচরণ সহ তার নিজস্ব ক্ষমতায় মানুষকে অনুপ্রাণিত করার চেষ্টা করে এবং স্বর্গের প্রতিষ্ঠান এবং করণীয় কাজের প্রতি বিরােধীতা করতে প্ররােচিত করে এবং পবিত্র আত্মার কাজের বিরােধিতা করে। সে তার দুষ্ট প্রতিনিধিদের দলে তালিকাভুক্ত করে, এবং তাদেরকে তার সেনাপতিত্বের অধীন যুদ্ধ ক্ষেত্রে আনয়ন করে, যেন উত্তমের বিরুদ্ধে মন্দের প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। MYPBen 48.2