Go to full page →

মন্দ শক্তির বিরােধীতা করার আহ্বান MYPBen 48

হৃদয় থেকে ঈশ্বরকে সিংহাসনচ্যুত করা এবং তার নিজের বিকলতার প্রতিমূর্তির মধ্যে মানব প্রকৃতি স্থাপন করাই শয়তানের কাজ। সে সব অবিশ্বাসের মন্দ প্রকৃতি উত্তেজিত করে, অপবিত্র যৌন ভালােবাসা এবং উচ্চাকাঙ্ক্ষা জাগিয়ে তােলে। সে ঘােষণা করে এসব বাসনা, মান-সম্মান, এবং ঐশ্বর্য এবং পাপপূর্ণ আমােদ আহ্লাদ আমি তােমাকে দেব; কিন্তু তার শর্ত হল, চারিত্রিক সাধুতা ত্যাগ করতে হবে, বিবেক স্থূলবুদ্ধি সম্পন্ন করতে হবে। এভাবে সে মানব মনােবৃত্তিকে হীন করে, এবং তাদেরকে পাপের বন্দীত্বে নিয়ে। আসে। MYPBen 48.3

ঈশ্বর মানুষকে মন্দতার বিরােধীতা করার আহ্বান জানান। তিনি বলেন, “অতএব পাপ তােমাদের মর্ত দেহে রাজত্ব না করুক- করিলে তােমরা তাহার অভিলাষ-সমূহের আজ্ঞাবহ হইয়া পড়িবে, আর আপন আপন অঙ্গপ্রত্যঙ্গ অধার্মিকতার অস্ত্ররূপে পাপের কাছে সমর্পণ করিও না, কিন্তু আপনাদিগকে মৃতদের মধ্য হইতে জীবিত জানিয়া ঈশ্বরের কাছে সমর্পণ কর এবং আপন আপন অঙ্গপ্রত্যঙ্গ ধার্মিকতার অত্ররূপে ঈশ্বরের কাছে সমর্পন কর।” খ্রীষ্টিয় জীবন যুদ্ধযাত্রার জীবন। “কেননা রক্ত মাংসের সহিত নয়, কিন্তু আধিপত্য সকলের সহিত, এই অন্ধকারের জগৎপতিদের সহিত, স্বর্গীয় স্থানে দুষ্টতার আত্মাগণের সহিত আমাদের মল্লযুদ্ধ হইতেছে।” অধার্মিকতার বিরুদ্ধে ধার্মিকতার এই যুদ্ধে, আমরা কেবল ঐশ্বরিক সাহায্যেই কৃতকার্য হতে পারি। আমাদের সসীম ইচ্ছাকে অসীমের ইচ্ছার বশে আনয়ন করতে হবে, মানব ইচ্ছা ঐশ্বরিক ইচছার সঙ্গে মিশে যেতে হবে। এটি আমাদের সাহায্যার্থে পবিত্র আত্মাকে আনয়ন করবে; এবং আত্মার মধ্যে তাঁর প্রতিমূর্তি পুনরুদ্ধারের লক্ষ্যে প্রতিটি বিজয় ঈশ্বরের কেনা সম্পদের পুনরুদ্ধার করবে। MYPBen 49.1