চারিত্রিক দৃঢ়তা ও আত্ম-অস্বীকারের অভাবে তােমার চরিত্র প্রকৃত ধর্মীয় অভিজ্ঞতার ক্ষেত্রে অপূর্ণ রয়ে যাবে যা চোরাবালির মত। উদ্দেশ্যের দৃঢ়তা এবং ন্যায়পরায়ণতা অনুশীলন করতে হবে। যথাযথ কৃতকার্যপূর্ণ খ্রীষ্টিয় জীবনের জন্য এসব গুণাবলী অপরিহার্য। যদি তােমার আত্মায় ন্যায়পরায়ণতা থাকে, তবে তুমি সত্য থেকে এদিক ওদিক আন্দোলিত হবে না। উদ্দেশ্যই কাজের সরল রেখা থেকে তােমাকে নড়াতে পারবে না; তােমাকে ঈশ্বরের প্রতি বিশ্বস্ত হতে হবে। প্রীতি এবং প্রেমের অনুনয়, বন্ধুত্বের ক্ষুধা, তােমাকে সত্য এবং কর্তব্য থেকে এক পাশে সরিয়ে নেবে না; ইচ্ছার কাছে তােমার কর্তব্যকে জলাঞ্জলি দেবে না। MYPBen 429.1
আমার ভ্রাতা, যদি তুমি তােমার জীবনের গভীর আগ্রহে একজন অনভিজ্ঞ তরুণিকে জীবন সঙ্গিনী কর, যে বাস্তবিক পক্ষে শিক্ষায় অদক্ষ, জীবনের প্রাত্যহিক সাধারণ কাজে অযােগ্য, তবে তুমি একটি ভুল করে বসেছ, কিন্তু ঈশ্বরের কাজের স্বার্থে তার এই অভাবটি ক্ষুদ্র। তার ধর্মীয় সুযােগ ছিল; তথাপি সে যে খ্রীষ্ট বিহীন দুর্ভাগা, পাপী, তা সে উপলব্ধি করতে পারে নি। MYPBen 429.2