Go to full page →

ধর্মীয় অভিজ্ঞতার উপরে প্রভাব MYPBen 429

যাদের ঈশ্বরের জন্য কোনাে প্রেম নেই, ধর্মীয় জীবনের প্রতি কোনাে আকর্ষণ নেই, এমন লােকদের সঙ্গ দিয়ে তুমি যদি জাগতিক মােহে মত্ত থাক। তাহলে তুমি বার বার প্রার্থনা সভায় যােগ দেওয়া থেকে বিরত থাকবে, যেখানে ঈশ্বর তার লােকদের সঙ্গে একাত্ম হন, তাহলে ঈশ্বর এমন একটি দলের শ্রীবৃদ্ধি করবেন তা তুমি কিভাবে আশা কর? MYPBen 429.3

তাড়াহুড়াে কর না। সময়ের পূর্বে বিবাহ কর নয়। যদি তরুণ অথবা তরুণির ঈশ্বরের দাবীর উপরে শ্রদ্ধা না থাকে, যদি তারা দাবীর প্রতি মনােযােগী না হয়, যা ধর্মের সঙ্গে তাদের একত্রে বন্ধন করে, তাহলে বিপদ আছে, তারা যথার্থভাবে স্বামী অথবা স্ত্রীর দাবীর উপযুক্ত সমাদর প্রদর্শন করবে । তােমার পছন্দের সমাজে বার বার যাওয়ার আশায় তুমি তােমার ধর্মীয় সুযােগ এবং তােমার প্রার্থনার সময় বিপজ্জনক অবস্থায় নিয়ে ফেললা; তােমার এমন ক্ষতির সম্মুখীন হতে হয় যার ব্যয়ভার বহন করা তােমার পক্ষে সম্ভব নয়। MYPBen 429.4

গভীর রাত পর্যন্ত গল্পগুজব করার প্রথা বা অভ্যাস হয়ে দাঁড়ায়, কিন্তু এটি ঈশ্বরের কাছে সন্তোষজনক নয়, যদিও উভয়ই খ্রীষ্টিয়ান হও তবুও নয়। অসময়ে সময় ব্যয় করা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এবং পরবর্তী দিনের কাজে মন বসে না, এবং একটি অসৎ আত্মপ্রকল্পের ভাব এসে পড়ে। ভাইয়েরা আমার, আমি আশা করি তােমার যথেষ্ট আত্মসম্মানবােধ রয়েছে, যার দ্বারা তুমি এমন ধরণের প্রেম পরিত্যাগ করতে পার। যদি ঈশ্বরের গৌরবার্থে তােমার এক অমিশ্রিত দৃষ্টি থেকে থাকে, তাহলে তুমি অত্যন্ত সাবধান হয়ে চলবে। তুমি প্রেম-পীড়াজনিত ভাবাবেগে ভুগবে না, যাতে করে তােমার দৃষ্টি এমন হয়ে যাবে, যাতে একজন খ্রীষ্টিয়ান হিসেবে তােমার উপরে ঈশ্বরের যে একটি উচ্চ দাবী রয়েছে তার অযােগ্য হও।- “ Testimonies for the Church vol. 3. pp. 44, 45. MYPBen 430.1