Go to full page →

ইন্দ্রিয়গত অনাধ্যাত্মিক ইচ্ছা পূরণের মাধ্যমে অধঃপতন MYPBen 60

যারা তাদের ক্ষুধার এবং গভীর আবেগ পূরণকে সর্ব প্রধান বস্তু হিসেবে মনে করে, তারা কখনও উত্তম অথবা মহৎ ব্যক্তি নয়। তারা জগতের দৃষ্টিতে যত সম্মানিত ও মহান হােক না কেন, তারা ঈশ্বরের দৃষ্টিভঙ্গিতে হীন ও ইতর। স্বর্গ ঘােষণা করেছে যে, তাদের নৈতিক বিচ্যুতি তাদের মুখাবয়বে। লিখিত হবে। পৃথিবী এবং পার্থিব বিষয়ই তাদের চিন্তাধারা। তাদের বাক্য। তাদের মনের হীনতা প্রকাশ করে। তাদের হৃদয় জঘন্য বিষয় দ্বারা পরিপূর্ণ করেছে, এবং মুখমণ্ডল থেকে ঈশ্বরের প্রতিমূর্তি প্রায় মুছে ফেলেছে। যুক্তিতর্কে স্বর নেমে গেছে এবং তাদের বিচার-বুদ্ধি বিকৃত হয়ে গেছে। ওহ, কিভাবে । মানুষের গােটা প্রকৃতি কামেচ্ছা পূরণে অধঃপতন ঘটেছে। যখন ইচ্ছা তখনই। শয়তানের নিকট সমর্পিত হয়, তখন মানুষ ইতর এবং জঘন্যতার কত গভীরেই। MYPBen 60.3

নেমে যায়। বৃথাই সত্য বুদ্ধিমত্তার কাছে আবেদন রাখে; কেননা অন্তঃকরণ এর পবিত্র নীতির বিরােধীতা করে। The Signs of the Times. Dec. 1, 1881 MYPBen 60.4