Go to full page →

প্রলােভনে সাহায্য MYPBen 61

বিশ্বাস এবং প্রার্থনা দ্বারা সকলেই সুসমাচারের করণীয় সম্পন্ন করতে পারে। আজ্ঞা লাঘনের জন্য কোনাে ব্যক্তিকে জোর করা যায় না। প্রচণ্ড আবেগ যুক্তির উপরে কর্তৃত্ব করার আগে, অথবা পাপ বিবেকের উপরে বিজয় লাভের আগে, আত্মাকে পাপ পূর্ণ কাজের উদ্দেশ্য সাধনের আগে সর্ব প্রথম তার নিজের সম্মতির অর্জন করতে হবে। প্রলােভন সে যতই শক্তিশালী হােক, তা পাপের জন্য কখনও একটি অজুহাত হতে পারে না। “ধার্মিকদের উপরে সদাপ্রভুর দৃষ্টি আছে, আর তার প্রার্থনার প্রতি তাঁর কর্ণ উন্মুক্ত রয়েছে।” প্রলােভিত আত্মা সদাপ্রভুর কাছে ক্রন্দন কর, অসহায়, অযােগ্য ব্যক্তি, যীশুর উপরে সমর্পিত হও, এবং তার একই প্রতিজ্ঞা দাবি কর। সদাপ্রভু শুনবেন । স্বাভাবিক অন্তঃকরণের ঝোক কেমন শক্তিশালী তা তিনি জানেন, আর তিনি প্রতিটি প্রলােভনে সাহায্য করবেন। MYPBen 61.1

আপনি কি পাপের পথে চলছেন? তা হলে দেরি না করে, অনুগ্রহ এবং ক্ষমা লাভের জন্য ঈশ্বরের অন্বেষণ করুন। ... পাপীর জন্য এখনও অনুগ্রহের হাত বাড়ানাে রয়েছে। প্রভু সকল বিপথগামীকে আহ্বান করছেন, “হে বিপথগামী সন্তানেরা, ফিরে আস, আমি তােমাদের বিপথগামীতার নিরাময় দান করব।”- Testimonies for the Church, vol. V. page 177. MYPBen 61.2