Go to full page →

পূর্ণ আত্মােৎসর্গের পরিণাম MYPBen 62

ঈশ্বরের অনুগ্রহ যখন হৃদয় অধিকার করে, তখন দেখা যায় যে, উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত ইচ্ছা, অন্যায় বা ভুলগুলাে ক্রুশারােপীত হয়েছে। নতুন নিয়ন্ত্রণাধীন নতুন জীবন অবশ্যই আত্মার পরিচালনায় শুরু হওয়া উচিৎ। যা কিছু করা হয় তার সকলই ঈশ্বরের গৌরবার্থে করা হয়। এই কাজ যেমন বাহ্যিক দ্রুপ আভ্যন্তরীণ মনুষ্যের অন্তর্ভুক্ত। গােটা সত্ত্বা, শরীর, এবং আত্মা, ঈশ্বরের বশে নিয়ে আসতে হবে, যেন ধার্মিকতার একটি হাতিয়ার হিসেবে ব্যবহৃত হতে পারে। MYPBen 62.3

স্বাভাবিক মনুষ্য ঈশ্বরের ব্যবস্থার অধীন নয়; কার্যত নিজে তা হতে পারে না। কিন্তু যে ব্যক্তি বিশ্বাসে দিনের পর দিন খ্রীষ্টের জীবন দ্বারা নবায়িত হয়েছে, সেই-ই পারে। দিনের পর দিন সে দেখায় যে, সে উপলব্ধি করে যে, সে ঈশ্বরের সম্পদ। MYPBen 62.4

দেহ এবং আত্মা ঈশ্বরের। তিনি তার পুত্রকে জগতের পরিত্রাণের জন্য প্রদান করেছেন আর এই কারণ আমাদের জীবনের একটি নতুন মেয়াদ দেয়া হয়েছে, একটি পরীক্ষাকাল প্রদান করা হয়েছে যার মধ্যে বিশ্বস্ততার চরিত্র গঠিত হতে পারে। ঈশ্বর আমাদের পাপের দাসত্ব হতে মুক্ত করেছেন, এবং তিনি আমাদের সেবার জন্য পুনর্জন্ম লাভ করে, রূপান্তরীত হয়ে বাঁচার বিষয়টি সম্ভব করে তুলেছেন । MYPBen 62.5