Go to full page →

আমাদের সমস্ত শক্তি তার অধিকারে MYPBen 63

আমাদের ওপর ঈশ্বরের সীলমােহর রয়েছে। তিনি আমাদের ক্রয় করছেন, আর তিনি চান যেন আমরা স্মরণ করি যে, আমাদের শারীরিক, মানসিক, এবং নৈতিক শক্তি ঈশ্বরের অধিকারে। সময় এবং প্রভাব, যুক্তি, আবেগভূমি, এবং বিবেক, এ সকলই ঈশ্বরের এবং কেবল তা তাঁর ইচ্ছা। মােতাবেক ব্যবহৃত হতে হবে। ঐ সব জাগতিক নির্দেশানুসারে ব্যবহৃত হবে ন্য; কেননা জগৎ এমন এক জন নেতার অধীন যার ঈশ্বরের সঙ্গে শত্রুতা রয়েছে। MYPBen 63.1

মাংস- যার মধ্যে আত্মার সাময়িক আবাস- তা ঈশ্বরের অধীন। প্রতিটি স্নায়ু, প্রতিটি মাংস পেশী তাঁর। আমরা কোনাে কারণে একটি অঙ্গকে দুর্বল করণার্থে তুচ্ছনীয় ভাবে অপব্যবহার করতে পারি না। আমরা আমাদের দেহকে স্বাস্থ্যের সম্ভাব্য সর্বোত্তম অবস্থায় রক্ষা করে ঈশ্বরের সঙ্গে সহযােগিতা করব, যেন একটি মন্দির হতে পারে যেখানে পবিত্র আত্মা বসবাস করতে পারেন, প্রতিটি দৈহিক এবং আত্মিক শক্তি ঈশ্বরের ইচ্ছানুসারে গঠিত হতে পারে । MYPBen 63.2

মন পবিত্র নীতিমালা দ্বারা সঞ্চিত হতে হবে । সত্য আত্মর ফলকের ওপর ক্ষোদিত হতে হবে। স্মরণ শক্তি জগতের বহুমূল্য সত্যসমূহ দ্বারা পরিপূর্ণ হতে হবে। তাহলে মনােরম মুক্তার ন্যায় এ সব সত্য জীবনকে আলােকিত করবে। MYPBen 63.3