Go to full page →

একটি আত্মার মূল্য MYPBen 63

ঈশ্বর তার হাতের কাজের ওপর যে মূল্য স্থাপন করেন, তাঁর সন্তানদের জন্য যে ভালােবাসা রয়েছে, তা মানুষকে মুক্ত করার জন্য তার দান দ্বারা প্রকাশিত হয়েছে। আদম শয়তানের অধীনে পাপ করলেন। তিনি জগতে পাপ, এবং পাপ দ্বারা মৃত্যু বয়ে আনলেন। ঈশ্বর মানুষকে উদ্ধার করণার্থে তার একজাত পুত্রকে দিলেন। এটি তিনি করলেন যেন তিনি ন্যায়বান হতে পারেন, এবং যারা খ্রীষ্টকে গ্রহণ করে, তাদের সকলের ন্যায্যতা প্রতিদানকারী হতে পারেন। মানুষ নিজেকে শয়তানের কাছে বিক্রি করল, কিন্তু যীশু মানব গােষ্ঠিকে কিনে নিলেন। ...। MYPBen 63.4

তােমরা তােমাদের নিজেদের নও। যীশু তার রক্ত দিয়ে তােমাকে কিনেছেন। তুমি তােমার তালন্তগুলাে মাটির নীচে পুঁতে রেখাে না। ওগুলাে তার জন্য ব্যবহার কর। তুমি যে কোনাে পেশায় নিয়ােজিত থাক না কেন, এর মধ্যে যীশুকে নিয়ে আস। যদি তুমি দেখ যে, তুমি তােমার ত্রাণকর্তার প্রতি তােমার ভালােবাসা হারিয়ে ফেলেছ, তােমার পেশা ছেড়ে দিয়ে, বল, “ত্রাণকর্তা এই আমি, আমি কি করব?” তিনি দয়া পরবশ হয়ে তােমাকে গ্রহণ করবেন, এবং তােমাকে অবাধে ভালােবাসবেন। তিনি তােমাকে ক্ষমা করবেন; কেননা তিনি দয়ালু এবং দীর্ঘসহিষ্ণু, তিনি চান না যেন, তুমি ধ্বংস হয়ে যাও। ...। MYPBen 64.1

আমরা এবং আমাদের যা কিছু আছে, সকলই ঈশ্বরের। আমাদের অন্তরের যে ভালােবাসা তাঁকে দেই, এটাকে আমাদের ত্যাগ স্বীকার বলা উচিৎ নয়। একটা স্বেচ্ছা দানরূপে আমাদের হৃদয় তাঁকে দিয়ে দেয়া উচিৎ। - The Youth’s Instructor, Nov. 8, 1900. MYPBen 64.2