Go to full page →

ঝটিকা আসন্ন প্রায় MYPBen 83

যুবক-যুবতিদের আরও একান্তভাবে ঈশ্বরের অন্বেষণ করতে হবে। ঝড় আসছে, আর এর প্রচণ্ড তােড়ের জন্য, ঈশ্বরের নিকটে অনুতাপের মাধ্যমে এবং আমাদের প্রভু যীশু খ্রীষ্টের প্রতি বিশ্বাস দ্বারা আমাদেরকে প্রস্তুত হতে হবে। প্রভু উঠবেন এবং পৃথিবী সাংঘাতিক রূপে কম্পান্বিত করবেন। আমরা সব দিকে সঙ্কট দেখতে পাব। হাজার হাজার জাহাজ সমদের অতল গহ্বরে ডুবে যাবে । নৌ-বাহিনী অতল গহ্বরে ডুবে যাবে, এবং লক্ষ লক্ষ লােকের দ্বারা মানব জীবন বিপন্ন হয়ে উঠবে। অপ্রত্যাশিত ভাবে অগ্নিকাণ্ড ঘটবে, কোনাে মানব প্রচেষ্টা তা নেভাতে পারবে না। প্রচণ্ড অগ্নি জিহ্বা পৃথিবীর রাজ প্রাসাদগুলাে ভাসিয়ে নিয়ে যাবে। ঘন ঘন আকস্মিক দুর্ঘটনা ঘটবে, মুহূর্তের বিনা সংকেতে ভ্রমণ পথে গােলমাল, সংঘাত, এবং মৃত্যু সংঘটিত হবে। শেষ সন্নিকট, অনুগ্রহের দরজা বন্ধ হয়ে আসছে। আস, যেহেতু ঈশ্বর নিকটে আছেন, সেহেতু তাকে ডাকি! ভাববাদী বলেন: “সদাপ্রভুর অন্বেষণ কর, হে পৃথিবীর নম্র ব্যক্তিবর্গ, যারা তার বিচার কার্য সম্পন্ন করেছ, ধার্মিকতার অন্বেষণ কর, নম্রতার অন্বেষণ কর: হতে পারে প্রভুর ক্রোধের দিনে তােমাদের লুকিয়ে রাখা হবে।” -The Signs of the Time, April 21, 1890. MYPBen 83.1