Go to full page →

প্রতিদিন ঈশ্বরের উপর নির্ভরশীল হওন MYPBen 83

যখন তুমি প্রত্যুষে শয্যা ত্যাগ কর, তখন কি তুমি অসহায় মনে কর, এবং তুমি ঈশ্বরের নিকট থেকে শক্তির অভাব বােধ কর? আর তুমি কি নম্রভাবে একান্তে তােমার স্বর্গীয় পিতার কাছে তােমার অভাব সমূহ জানাও? যদি জানাও, তবে দূতগণ তােমার প্রার্থনা সমূহ চিহ্নিত করেন আর যদি তােমার চিহ্বা থেকে বের না হয়ে থাকে, যখন তুমি অজ্ঞাত ভাবে ভুল করার বিপদের মধ্যে রয়েছ, এবং তুমি একটি প্রভাব ছড়াচ্ছি যা অন্যদের ভুল করতে পরিচালিত করবে, তােমার অভিভাবক দূত তােমার পাশে থেকে তােমাকে একটি উত্তম পথে পরিচালিত করবেন, তােমার জন্য তােমার কথা মনােনয়ন করে তােমার কার্য প্রভাবিত করবেন। MYPBen 83.2

যদি তুমি কোনাে বিপদ মনে না কর, আর তুমি যদি প্রলােভন প্রতিরােধে সাহায্যের জন্য প্রার্থনা না কর; তবে তুমি নিশ্চয়ই দূরে চলে যাবে; তােমার কাজে অবহেলা স্বর্গের ঈশ্বরের পুস্তকে চিহ্নিত হবে এবং তুমি সংকটের দিনে খুব অভাবের মধ্যে পড়বে। - Testimonies for Church, vol 3, pp. 363, 364. MYPBen 84.1