Go to full page →

একটি দুর্বল দিক— ২৩ MYPBen 85

আমরা হয়ত আত্ম শ্লাঘা করে বলি যে আমরা অনেক কিছু হতে মুক্ত, যে বিষয়ে অন্যরা দোষী; কিন্তু যদি আমাদের চরিত্রের সবল দিক থেকে থাকে, তারপরও আমাদের একটি দুর্বল দিক আছে; তা হল, পাপ এবং আত্মার মধ্যে যােগাযােগ। অন্তঃকরণ তার সেবায় বিভক্ত, এবং এই কথা বলে, “কিছু নিজের স্বার্থে এবং কিছু আপনার।” ঈশ্বরের সন্তানকে তার পােষা এবং প্রশ্রয় দেওয়া পাপ খুঁজে বের করতে হবে এবং তার অন্তঃকরণ থেকে তা দূর করতে ঈশ্বরকে অনুমতি দিতে হবে। তাকে ঐ পাপের উপরই জয়ী হতে হবে; কেননা ঈশ্বরের দৃষ্টিতে এটি কোনো সামান্য ব্যাপার নয়। MYPBen 85.1

কোনাে কোনাে ব্যক্তি বলে, “আমি সামান্যতম ইর্ষাকাতর ব্যক্তি নই, তবুও আমি উত্তেজিত হয়ে নিকৃষ্টতম বিষয়সমূহ নিয়ে কথা বলি, যদিও আমি সর্বদা মেজাজ দেখাবার পরে দুঃখ প্রকাশ করি।” অন্য একজন বলে, “আমার এ দোষ, সে দোষ রয়েছে, কিন্তু তারপরেও আমি কেবল আমার একজন পরিচিত ব্যক্তির চরিত্রে সুস্পষ্ট ভাবে প্রকাশিত অমুক অমুক হীনকাজ অবজ্ঞা করি।” প্রভু আমাদের ছােট বড় পাপের কোনাে তালিকা দেন নি, যাতে করে আমরা হিসেব করে দেখতে পারি কোন পাপের গুরুত্ব খুব সামান্য, এবং বলতে পারি যে ওগুলাে বিশেষ ক্ষতি করবে না, কারণ অন্যগুলাে অনেক বড় এবং গুরুত্বপূর্ণ এবং অনেক ক্ষতি করবে MYPBen 85.2

শিকলের সবচেয়ে দুর্বলতম একটি আংটার চেয়ে একটি শিকল শক্তিশালী নয়। আমরা বলতে পারি এরূপ একটি শিকল ভালাে কিন্তু যদি একটি আংটা/কড়া দুর্বল থাকে তবে ঐ শিকলটির ওপর নির্ভর করা যায় না। ঈশ্বরের রাজ্যে প্রবেশকারী প্রতিটি আত্মাকে দমন করার প্রচেষ্টা থাকতে হবে। যে অসহিষ্ণু বা অধীর শব্দগুলাে তােমার ওষ্ঠে কম্পিত হচ্ছে, সেগুলাে অবশ্যই অনুচ্চারিত রাখতে হবে। তােমার চরিত্রের ঐ চিন্তাটি যা যথার্থরূপে পরিমাপ করা হয়নি তা তােমার মধ্য হতে দূর করে দিতে হবে; কারণ এটি তােমার প্রভাবকে দুর্বল করে তােলে, এবং নিশ্চিত ফলাফল অনুশীলন করে, অন্যদের মনে তােমাকে হালকা করে তােলে। তােমাকে এই ধারণাটির উপরে বিজয়ী হতে হবে যে, তুমি একজন আত্মোৎসর্গকারী, আর খ্রীষ্টের প্রতিজ্ঞার উপর দাবী। রাখতে হবে, যিনি বলেন, “আমার অনুগ্রহ তােমার পক্ষে যথেষ্ট।” -Review and Herald, August 1, 1893. MYPBen 85.3

______________________________________