Go to full page →

জগতের অনুরূপ— ৩৩ MYPBen 120

যারা সংকীর্ণ পথ দিয়ে ভ্রমণ করে তারা যাত্রার শেষে যে আনন্দ ও সুখ লাভ করবে সে সম্পর্কে আলােচনা করা হয়েছে। তাদের মুখে প্রায়ই দুঃখের ছায়া, তথাপি প্রায়ই পবিত্র জ্যোতি; এবং পবিত্র আনন্দ পরিলক্ষিত হয়। তারা প্রশস্ত পথের পথযাত্রীদের মত পােষাক পরিহিত নয় অথবা তাদের মত কথা বলে না, অথবা তাদের মত কাজও করে না। তাদেরকে একটি নমুনা দেয়া হয়েছে। মন্ত্রণা পরিচিত একজন দুঃখী মানব তাদের জন্য পথ খুলে দিয়েছেন, এবং যে পথ দিয়ে তিনি স্বয়ং গমন করেছেন। তাঁর অনুসারীগণ তাঁর পদচিহ্ন দেখে এবং সান্তনা লাভ করে উল্লাসিত হয়। তিনি নিরাপদে পথ চলেছেন, সুতরাং তারাও পারবে যদি তারা পদচিহ্ন অনুসরণ করে । MYPBen 120.1