আমি দেখলাম যে, ঈশ্বর অহংকার ঘৃণা করেন, এবং সকল গর্বিত এবং যারা অপকর্ম করে তারা ফসল কাটার পর অবশিষ্ট মূলের মত মাটিতে পড়ে থাকবে, এবং এমন দিন আসছে যখন সেই মূল পুড়িয়ে দেয়া হবে। আমি লক্ষ করলাম যে, দূতত্রয়ের বার্তা অনেকের হৃদয়ে তাড়ির ন্যায় কাজ করবে, যারা মুখে স্বীকার করে বিশ্বাস করবে, এবং তাদের অহঙ্কার স্বার্থপরতা, লােভ, জগতের প্রতি প্রেম বিশােধিত হবে। MYPBen 122.1
যীশু আসছেন, আর তিনি কি এমন কোনাে লােককে পাবেন যারা জগতের অনুরূপ? আর তাদেরকে কি তিনি তার প্রজাবৃন্দ হিসাবে দেখবেন যাদের তিনি খাটি করেছেন? ও, না। কেউ-ই না, তবে খাটি এবং পবিত্র যারা তাদের তিনি তার আপন রূপে জানবেন। যারা খাটি হয়েছে এবং দুঃখ কষ্টের মধ্য দিয়ে খাটি ও নিস্পাপ হয়েছে এবং তাদেরকে, জগৎ থেকে পৃথকে রেখেছে। নিষ্কলঙ্ক রেখেছে, তিনি তাদেরকে আপন করে নেবেন। MYPBen 122.2
আমি যখন দেখলাম মারাত্মক ব্যাপার যে, ঈশ্বরের প্রজাগণ জগতের সঙ্গে মিশে গেছে, কেবল তাদের নামে মাত্র চেনা যায়, যীশুর স্বীকৃত নম্র এবং বিনয়ী শিষ্যগণের মধ্যে এবং অবিশ্বাসীদের মধ্যে কোনাে ব্যবধান নেই, এতে আমার আত্মা গভীর মানসিক এবং শারীরিক যন্ত্রণা উপলব্ধি করল। আমি লক্ষ করলাম যে, যীশু আহত হলেন এবং প্রকাশ্যে লজ্জিত হলেন। দূতগণ বললেন, দুঃখ ভরে তিনি লক্ষ করলেন, ঈশ্বরের নামধারী লােকেরা জগৎকে প্রিয় জ্ঞান করছে, এর সঙ্গে তাল মিলিয়ে চলছে এবং তার ফ্যাশন অনুসরণ করছে, “বিচ্ছিন্ন হও! বিচ্ছিন্ন হও! পাছে তিনি তােমাকে নগরের বাইরে অবিশ্বাসী এবং কপটাচারীদের দলে ফেলেন। যেহেতু তুমি তার ইচ্ছা জানতে, কিন্তু, পালন কর নি, তাই তােমার পেশা কেবল তােমার নিদারুণ মানসিক যন্ত্রণা বৃদ্ধি করবে, আর তােমার বড় রকমের শাস্তি হবে। MYPBen 122.3
যারা মুখে স্বীকার করে তারা দূতত্রয়ের বার্তা বিশ্বাস করে, তারা প্রায়ই ঈশ্বরের কাজকে ব্যাহত এবং আহত করে, তামাসা করে এবং মূল্যহীন করে । আমাকে দেখানাে হয়েছে যে, এই মন্দতা আমাদের সর্ব স্তরের জনগণের মধ্যে আছে। আমি লক্ষ করলাম, সদাপ্রভুর সামনে আমাদের একটি নম্রভাব বিরাজ করা উচিৎ। ঈশ্বরের ইস্রায়েলের উচিৎ বস্ত্র না চিরিয়া বরং তাদের হৃদয় বিদীর্ণ করা। শিশুর মত সরলতা খুব কমই দৃষ্ট হয়; ঈশ্বরের অসন্তোষের কথা না ভেবে বরং মানুষের বিষয়ে বেশি ভাবা হয়। MYPBen 123.1
দূত বললেন, “তােমার হৃদয় সুস্থির কর, নচেৎ তিনি তােমার বিচার করবেন, আর জীবনের পলকা যােগসূত্র কেটে যাবে, এবং তুমি বিচারের জন্য অপ্রস্তুত অবস্থায় ছাউনিহীন কবরে শায়িত হবে। অথবা যদি তুমি কবরে তােমার শয্যা না পাত যদি অতি সত্বর ঈশ্বরের সঙ্গে শান্তি স্থাপন না কর, আর জগৎ থেকে নিজেকে বিচিছন্ন না কর, তবে তােমার হৃদয় কঠিনতর হবে এবং একটি মিথ্যা অবলম্বনে ভর করবে, একটি অনুমান নির্ভর আয়ােজনে ভর করবে এবং এতই দেরি হয়ে যাবে যে তুমি তােমার ভুল সংশােধন করে একটি সুপ্রতিষ্ঠিত প্রত্যাশায় নিরাপদ হতে সময় পাবে না।” -“ Testimonies for the Church ” Vol. 1, pp. 127-134. MYPBen 123.2