Go to full page →

উদার মানসিকতা পােষণ করুন MYPBen 19

যুবকদের উদার ধারণা পােষণ, জ্ঞানপূর্বক পরিকল্পনা গ্রহণ করা উচিৎ, যেন তারা তাদের অধিকাংশ সুযােগের সদ্ব্যবহার করতে পারে; অনুপ্রেরণা ও উৎসাহ ধারণ করতে পারে যা প্রেরিতদের প্রাণবন্ত করেছিল। যােহন বলেন, “যুবকেরা, তােমাদিগকে লিখিলাম, কারণ তােমরা বলবান এবং ঈশ্বরের বাক্য তােমাদের অন্তরে বাস করে, আর তােমরা সেই পাপাত্মাকে জয় করিয়াছ।” যুবকদের সামনে এক সুউচ্চ মান উপস্থাপিত আছে আর ঈশ্বর তাদের তাঁর জন্য প্রকৃত সেবা কাজ করার আহ্বান করছেন। বিশ্বস্ত ও সরল চিত্ত যুবকগণ যারা খ্রীষ্টের বিদ্যালয়ে শিক্ষার্থী হতে পেরে আনন্দিত, যদি তারা কেবল দলপতির আদেশ “বীরত্ব দেখাও, বলবান হও” পালন করে, তবে তারা প্রভুর জন্য মহান কাজ করতে পারবে। MYPBen 19.4

তােমাদের এমন লােক হতে হবে যারা নম্র ভাবে ঈশ্বরের সঙ্গে গমনাগমন করবে; অপবিত্রতা, সর্বপ্রকার ইন্দ্রিয় সুখ, যা এই যুগকে ভ্রষ্ট করছে তা থেকে যে কলুষমুক্ত, সে তার সম্মুখে ঈশ্বর প্রদত্ত মনুষ্যত্ব নিয়ে উপস্থিত হবে। তােমাদের এমন মানুষ হতে হবে যারা সব মিথ্যা উক্তি এবং দুষ্টতা ঘৃণা করবে, যারা সৎ ও সাহসী হয়ে রাজপুত্র ইম্মায়েলের রক্তরঞ্জিত পতাকা উচ্চ তুলে ধরবে। প্রভুর জন্য তােমার তালন্ত ব্যবহার করলে তা বৃদ্ধি পাবে এবং সেগুলাে তাঁর কাছে মূল্যবান বলে গৃহীত হবে, যিনি অসীম মূল্য দিয়ে সেগুলাে কিনেছেন। তুমি বড় কোন কিছু করতে পার না—এই বলে সময় নষ্ট করাে না এবং কোন কিছু করতে অবহেলা করাে না, কিন্তু তােমার হাতের কাছে যে কাজই আছে তা তােমার সম্পূর্ণ শক্তি দিয়ে কর ...। MYPBen 20.1