খ্রীষ্ট তাঁর পতাকার নীচে তালিকাভুক্ত হবার জন্য স্বেচ্ছাসেবকদের আহ্বান করছেন, যেন তারা জগতের সম্মুখে ক্রুশ বহন করে নিয়ে যায়। মণ্ডলী এমন যুবদের সাহায্যের অভাবে নিস্তেজ হয়ে পড়ছে, যারা একটি সাহসী সাক্ষ্যবহন করবে, যারা তাদের দৃঢ় উদ্যম সহকারে ঈশ্বরের লােকদের মন্থরগতিকে উত্তেজিত করে তুলবে, এবং যেন পৃথিবীতে মণ্ডলীর শক্তি বৃদ্ধি পায়। সেই সব যুবকদের চাহিদা রয়েছে যারা জাগতিকতার জোয়ারের প্রতিরােধ করবে এবং অনৈতিকতা ও জঘন্য অপরাধের সর্ব প্রথম পদক্ষেপের বিরুদ্ধে সতর্কবাণী উচ্চারণ করবে। MYPBen 20.2
কিন্তু প্রথমত যুবকেরা যারা ঈশ্বরের সেবা করবে এবং তার কাজে তাদেরকে সঁপে দেবে, তাদেরকে অবশ্যই দেহ মন্দিরের সর্ব প্রকার অপবিত্রতা দূর করতে হবে, এবং খ্রীষ্টকে হৃদয়-সিংহাসনে বসাতে হবে, তাহলেই তারা খ্রীষ্টিয় প্রচেষ্টায় শক্তি ব্যবহার করতে পারবে, আর খ্রীষ্টের পক্ষে সম্মিলিত হবার জন্য লােকদের প্ররােচিত করতে পারবে। আমাদের যুবকগণ কি খ্রীষ্টের আমন্ত্রণে সাড়া প্রদান করে এই কথা বলে না, “এই আমি, আমাকে পাঠাও”? MYPBen 20.3
যুবকগণ, সামনে এগিয়ে যাও এবং নিজেদের খ্রীষ্টের সহকর্মী বলে পরিচয় দেও। তিনি যেখানে কাজ রেখে গেছেন, সেখান থেকে কাজ আরম্ভ করে তা শেষ কর। -Review and Herald, June 16, 1891. MYPBen 21.1
______________________________________