Go to full page →

মনােযােগ প্রদানের মূল্য MYPBen 142

হাতের কাজটির উপরে ধীর স্থির চিন্তার দক্ষতা একটি মস্তবড় আশীর্বাদ। ঈশ্বর ভয়শীল যুবকের উচিৎ চিন্তাশীল বিবেচনা নিয়ে তাদের কর্তব্য সাধন করা, সঠিক পথে চিন্তাকে পরিচালিত করা, এবং সর্বাত্মক চেষ্টায় কাজটি করা। তাদের বর্তমান কাজগুলাে বিবেচনা করতে হবে, এবং মনকে অসংলগ্ন ভাবে এদিক সেদিক না রেখে সেই কাজ সম্পন্ন করতে হবে। এভাবে মানসিক শৃঙ্খলা সারা জীবনে সহায়ক এবং লাভপ্রদ হবে। যারা তাদের সমস্ত কাজে, সে যত ছােট কাজ হােক, তা সুচিন্তিতভাবে করতে শেখে, তারা পৃথিবীতে আশীর্বাদ বয়ে আনবে। MYPBen 142.3

প্রিয় যুবক-যুবতি, আন্তরিক হও, ধৈর্যশীল হও। “তােমার মনের কটি বন্ধন কর।” বিশ্বস্ত ইব্রীয় যুবক দানিয়েলের মত দাঁড়াও, যিনি মনে স্থির করেছিলেন ঈশ্বরের প্রতি সত্যবাদী হবেন। তােমার পিতামাতা এবং বন্ধু বান্ধবদের নিরুৎসাহিত কর না। আর একটি বিষয় মনে রাখতে হবে— যিনি তােমাকে এত প্রেম করলেন যে তিনি তােমার জন্য তাঁর জীবন দিলেন যেন এবং তুমি তার সহ কার্যকারি হতে পার তাঁকে নিরুৎসাহিত কর না MYPBen 142.4