Go to full page →

সর্ব প্রধান উদ্দেশ্য MYPBen 143

আমাদের কাছে ঈশ্বরকে সমাদর করার ইচ্ছা যে কোনাে ইচ্ছার চেয়ে শক্তিশালী হতে হবে। এটি আমাদের প্রত্যেক প্রচেষ্টার দিকে পরিচালিত করবে যেন আমাদেরকে প্রদত্ত সুযােগ সমূহের উন্নতি সাধন হয়, যেন আমরা বুঝতে পারি কিভাবে ঈশ্বরের সম্পদসমূহ বুদ্ধিপূর্বক ব্যবহার করতে পারি। এটি আমাদের মগজ, অস্থি, মাংসপেশী এবং শিরা উপশিরা স্বাস্থ্য সম্মত উপায়ে রাখতে পরিচালিত করবে, যেন আমাদের দৈহিক শক্তি এবং মানসিক স্বচ্ছতা আমাদের বিশ্বস্ত ধনাধ্যক্ষ করতে পারে। স্বার্থপর কৌতুহলকে, যদি কার্যকর সুযােগ প্রদান করা হয়, তবে তা মনকে খর্ব করে এবং হৃদয় কঠিন করে; যদি কৌতুহলকে নিজেদের নিয়ন্ত্রণের অনুমতি দেয়া হয়, তবে তা নৈতিক শক্তিকে ধ্বংস করে। তারপর আসে নিরুৎসাহ। . . .। MYPBen 143.1

ঈশ্বর কর্তৃক নর-নারীগণকে প্রকৃত কৃতকার্যতা দান করা হয়, যিনি দানিয়েলকে কৃতকার্যতা দান করেছিলেন। যিনি দানিয়েলের অন্তঃকরণ পাঠ করেছিলেন তিনি তাঁর দাসের উদ্দেশ্যের পবিত্রতার প্রতি দৃষ্টিপাত করেছিলেন, যা ছিল প্রভুর সমাদরের প্রতি তার দৃঢ় সংকল্প। যারা তাদের জীবনে ঈশ্বরের উদ্দেশ্য পূর্ণ করে তাদের অবশ্যই কষ্টসহিষ্ণু প্রচেষ্টা চালাতে হবে, তাদের যা কিছু করতে দেন, তা তারা ঘনিষ্ঠ এবং ঐকান্তিকতার সঙ্গে সম্পন্ন করবে। - The Youth’s Instructor, August 20, 1903. MYPBen 143.2