Go to full page →

অধৈর্য এবং সন্দেহ MYPBen 145

তুমি একজন বুদ্ধিমান যুবক ব্যক্তি; তােমার বাসনা, তুমি তােমার জীবনকে অবশেষে স্বর্গের জন্য উপযুক্ত করতে চাও। তুমি প্রায়ই নিজেকে নৈতিক শক্তিতে দুর্বল, সন্দেহের দাসত্বের অধীন, এবং পাপে তােমার পুরাতন জীবনের অভ্যাস এবং প্রথার বশীভূত দেখতে পাও বলে নিরুৎসারিত হও। তুমি তােমার আবেগীয় প্রকৃতি, তােমার দৃঢ় সাহসিকতা, সবচেয়ে গুরুগম্ভীর প্রতিজ্ঞা তােমার নিজের কাছেই মিথ্যা বলে দেখেছ। কিছুই বাস্তব বলে মনে হচ্ছে না। তােমার নিজের অস্থিরতা, যারা তােমার মঙ্গল করে তাদের আন্তরিকতাকেও সন্দেহ করার দিকে পরিচালিত করছে। সন্দেহ নিয়ে তুমি যতই সংগ্রাম করছ, তােমার কাছে সব কিছুই যেন ততই অবাস্তব বলে মনে হচ্ছে, মনে হয় যেন তােমার জন্য কোথাও নির্ভরযােগ্য ভূমি নেই। তােমার প্রতিজ্ঞা সমূহ মনে হয় বালির দড়ির মত, আর তােমার মনে হয় এই অবাস্তব বাক্যের আলােয় ও কাজের উপর তুমি নির্ভর করতে পার। MYPBen 145.2