Go to full page →

ইচ্ছার প্রতি আত্মসমর্পণের মাধ্যমে শক্তি MYPBen 145

যে পর্যন্ত না তুমি ইচ্ছার প্রকৃত শক্তি বুঝতে না পার তাবৎ তুমি অবিরত সঙ্কটের মধ্যে থাকবে। তুমি সব কিছু বিশ্বাস এবং প্রতিজ্ঞা করতে পার, কিন্তু তােমার বিশ্বাসের প্রতিজ্ঞা সমূহের কোনাে মূল্য নেই যাবৎ না তুমি তােমার ইচ্ছাকে বিশ্বাস এবং কাজের পাশে রাখ । যদি তুমি তােমার সব ইচ্ছা শক্তি দিয়ে বিশ্বাসের সংগ্রাম কর, তবে তুমি জয়ী হবে। তােমার অনুভূতিসমূহ তােমার প্রতিক্রিয়াসমূহ, তােমার আবেগসমূহকে বিশ্বাস করা যাবে না, কেননা ওগুলাে নির্ভরযােগ্য নয়; বিশেষ করে তােমার বিকৃত ধারণাসমূহ; এবং তােমার প্রশমিত প্রতিজ্ঞাসমূহ এবং বাজেয়াপ্ত অঙ্গীকারসমূহ তােমার মধ্যে তােমার বিশ্বাসকে এবং তােমাতে অন্যেদের বিশ্বাসকে দুর্বল করে ফেলে। MYPBen 145.3

কিন্তু তােমার হতাশ বা নিরুৎসাহিত হবার প্রয়ােজন নেই। যদিও তােমার কাছে কিছুই সত্য এবং বাস্তব বলে মনে হয় না তবুও তােমাকে স্থির বিশ্বাস করতে হবে। আমার বলা প্রয়ােজন নেই যে, তুমিই সেই ব্যক্তি যে তােমাকে ঈর্ষার অযােগ্য অবস্থায় আনয়ন করেছে। তােমাকে ঈশ্বর এবং তােমার ভ্রাতৃগণের উপর আস্থা ফিরিয়ে আনতে হবে। তােমার ইচ্ছা যীশু খ্রীষ্টের ইচ্ছায় সমর্পণ করতে হবে; আর তুমি যখন তা করবে, ঈশ্বর তৎক্ষণাৎ তােমার মধ্যে মালিকানা প্রতিষ্ঠা করবেন, এবং তােমার মধ্যে তােমার ইচ্ছার সঙ্গে কাজ করবেন যেন তুমি তার উত্তম চরিতার্থ সাধন করতে পার। তােমার পূর্ণ প্রকৃতি খ্রীষ্টের আত্মার বশীভূত হবে; এবং এমন কি তােমার চিন্তারাশী তাঁর অধীন হবে। MYPBen 146.1

তুমি তােমার আবেগ, তােমার অনুভূতি তােমার ইচ্ছামত বশে আনতে পার না, কিন্তু তুমি তােমার ইচ্ছাকে বশে আনতে পার এবং তুমি তােমার গােটা জীবনকে পরিবর্তিত করতে পার। তােমার ইচ্ছা খ্রীষ্টের কাছে সমর্পণের দ্বারা, তােমার জীবন খ্রীষ্টের সঙ্গে ঈশ্বরে লুকায়িত থাকবে এবং সেই ক্ষমতার সঙ্গে মৈত্রীবন্ধনে আবদ্ধ হবে, যা সব শাসন এবং ক্ষমতার ঊর্ধ্বে। তুমি ঈশ্বরের নিকট থেকে শক্তি লাভ করবে যা তােমাকে তার শক্তির সঙ্গে ধরে রাখবে, এবং একটি নতুন আলাে, এমন কি জীবন্ত বিশ্বাসের আলাে তােমার পক্ষে লাভ করা সম্ভব হবে। কিন্তু তােমার ইচ্ছাকে অবশ্যই ঈশ্বরের ইচ্ছার সঙ্গে সহযােগিতা করতে হবে, সহযােগীদের ইচ্ছার সঙ্গে নয়, যার মাধ্যমে শয়তান অবিরত তােমাকে ফাদে আটকে ধ্বংস করার জন্য কাজ করছে। MYPBen 146.2

তুমি কি অনতিবিলম্বে ঈশ্বরের সঙ্গে সঠিক সম্পর্ক স্থাপন করবে না? তুমি বলবে না, “আমি আমার জীবন যীশুকে দিয়ে দেব, এবং তা এখনই,” আর এই মুহূর্ত থেকে সম্পূর্ণরূপে ঈশ্বরের পাশে থাকব? অভ্যাস, ক্ষুধা এবং আবেগ তুচ্ছ কর, ক্ষুধা, এবং মত্ততার প্রবল হৈ চৈ তুই কর। শয়তানকে একথা বলার সুযােগ দিও না, তুমি দুর্ভাগা কপটাচারী।” দরজা বন্ধ কর, যেন শয়তান ভেতরে এসে তােমাকে দোষারােপ না করে এবং মনােৰ দেয়। বল, “আমি বিশ্বাস করব, আমি বিশ্বাস করি যে, ঈশ্বর আমার সহায়,” আর তুমি দেখবে যে, তুমি ঈশ্বরে বিজয়ী হয়েছ। দৃঢ়ভাবে ঈশ্বরের পাশে ইচ্ছা। পােষন করলে, প্রতিটি আবেগ যীশুর ইচ্ছার বশে আনা হবে। অতঃপর তুমি দেখবে তােমার চরণ দৃঢ় প্রস্তুরের উপর আছে। এটি করতে তােমার ইচ্ছা শক্তির প্রত্যেক নূন্যতম অংশ প্রয়ােজন হবে, কিন্তু ঈশ্বরই তােমার পক্ষে কাজ করছেন, এবং তুমি সমাদর লাভার্থে ছাঁচ নির্মাণ পদ্ধতি থেকে একটি পাত্ররূপে বের হয়ে এসেছ। MYPBen 146.3