Go to full page →

আমাদের কথপােকথন MYPBen 192

কালের কেতাদুরস্ত ধর্ম চরিত্রকে এমনভাবে গঠন করেছে যে যুবকযুবতি, যারা খ্রীষ্টকে স্বীকার করে তারাও তাদের সঙ্গীদের কাছে প্রকাশ্যে। কদাচিৎ খ্রীষ্টের বিষয় উল্লেখ করে । তারা অনেক অনেক বিষয় নিয়ে কথা বলে, কিন্তু মুক্তির অমূল্য পরিকল্পনা তাদের কথােপকথনের একটি মূল বিষয়রূপে উপস্থাপন করে না। মনে রাখতে হবে যে, প্রকত খীষ্টিয়ান হিসেবে আমাদের এই সব বৈশিষ্ট্য বদলাতে হবে এবং “যিনি তােমাদিগকে অন্ধকার হইতে আপনার আশ্চর্য জ্যোতির মধ্যে আহবান করিয়াছেন, তাঁর গুণকীর্তন করতে । হবে। যদি খ্রীষ্ট বিশ্বাসে হৃদয়ে বসবাস করেন, তবে তুমি নীরব থাকতে পার না। যদি তুমি যীশুকে পেয়ে থাক, তবে তুমি একজন প্রকৃত মিশনারি হবে। এই বিষয়ে তােমাকে উৎসাহী হতে হবে এবং যারা যীশুর প্রশংসা করে না তারা। জেনে রাখুক যে তুমি তাকে তােমার জীবনে অমূল্য ব্যক্তিরূপে পেয়েছ যে, তিনি তােমার মুখে একটি গান স্থাপন করেছেন, একইরূপে ঈশ্বরের প্রশংসা । রেখেছেন। MYPBen 192.2

আমার যুব বন্ধুগণ, তুমি কি তােমার খ্রীষ্টিয় জীবন যাদের হৃদয় যীশুর প্রেমে উষ্ণ তাদের সঙ্গে আরম্ভ করবে? তুমি কখনও জানতে পারবে না যে, যারা ঈশ্বরের সন্তান বলে দাবি করে না তাদের আত্মার পরিত্রাণের বিষয়ে আন্তরিকতার সঙ্গে সুবুদ্ধিসুলভাবে কথা বলে তাদের কতটা মঙ্গল করতে পার। অন্য কথায় তুমি বিচার না হওয়া পর্যন্ত কখনও জানতে পারবে না, খ্রীষ্টের সাক্ষী হবার কতগুলাে সুযােগের সদ্ব্যবহার করতে পারতে। এই পৃথিবীতে তুমি কখনও জানতেও পারবে না যে, তােমার সামান্য চপলতার কাজ দ্বারা, মূল্যহীন কথা দ্বারা, এবং তােমার অবিবেচনাসুলভ বিষয়- যা সম্পূর্ণরূপে তােমার পবিত্র বিশ্বাসের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ- এর মাধ্যমে কোনাে কোনাে আত্মার কত ক্ষতি করেছ। MYPBen 193.1