এটি সত্য যে, তুমি যাদের ভালােবাস, তাদের জন্য তুমি কিছুটা উৎকণ্ঠা বােধ করতে পার। তুমি তাদের কাছে সত্যের ভাণ্ডার খুলে দিতে চাইতে পার এবং তােমার আন্তরিক প্রার্থনায় তাদের পরিত্রাণের জন্য অশ্রুপাত করতে পার; কিন্তু যখন তােমার কথার কোনাে প্রতিক্রিয়া দেখতে পাচ্ছনা বলে মনে হয়; এবং তােমার প্রার্থনার তাৎক্ষণিক সাড়া পাচ্ছ না; তুমি ঈশ্বরের উপরে একটি কটাক্ষ অনুভব কর যে, তােমার পরিশ্রমের কোনাে ফল হচ্ছে না। তমি অনুভব করছ যে, তােমার প্রিয়জনদের হৃদয়ের বিশেষ কাঠিন্য রয়েছে, এবং তারা তােমার একান্ত প্রচেষ্টার প্রতি সাড়া দিচ্ছে না। কিন্তু তুমি কি গভীরভাবে চিন্তা করেছ যে, তােমার মধ্যেও ভুল রয়েছে? তুমি কি চিন্তা করেছ যে, তুমি এক হাত দিয়ে নীচে নামিয়ে রাখছ, আর অন্য হাত দিয়ে নির্মাণ করার জন্য প্রাণপণ চেষ্টা করছে? MYPBen 193.2
কখনও কখনও তুমি ঈশ্বরের আত্মাকে অনুমতি দিয়েছ যেন তিনি তােমাকে নিয়ন্ত্রন করেন এবং অন্যান্য সময়ে তুমি তােমার কাজের দ্বারা তােমার বিশ্বাসকে অস্বীকার করেছ এবং তােমার প্রিয়জনের জন্য তােমার শ্রমকে নষ্ট করে দিয়েছ; তাদের পক্ষে তােমার একান্ত প্রচেষ্টা তােমার অনুশীলন দ্বারা নিষ্কর্মা করে দিয়েছ। তােমার মেজাজ, তােমার মনের অসন্তোষ অবস্থা, তােমার খ্রীষ্টিয় সৌরভের অভাব, তােমার আধ্যাত্মিকতার অভাব, তােমার মুখমণ্ডলের আকৃতির প্রকাশ তােমার বিপক্ষে সাক্ষ্য দিয়েছে। ...। MYPBen 193.3
কখনও ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়ের গুরুত্ব নিয়ে অবহেলা করবে না। ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় জীবনের প্রকৃত শৃঙ্খলার যােগান দেয়। এর মাধ্যমে আত্মা প্রশিক্ষণ লাভ করে যেন তা খ্রষ্টের সাদৃশে বৃদ্ধি পেতে পারে, অথবা মন্দের সাদৃশ বহন করতে পারে। ঈশ্বর আমাদের চিন্তা, বাক্য, দৃষ্টি, এবং কাজের অভ্যাস অনুশীলন করতে সাহায্য করেন যা আমাদের সকলের সম্পর্কে সাক্ষ্য দিতে দিবে যে, আমরা যীশুর সঙ্গে ছিলাম এবং তার কাছ থেকে শিক্ষা লাভ করেছি। - The youth’s Instructor; March 9, 1893. MYPBen 193.4