Go to full page →

সত্যের জয় ChSBen 165

সংশয়বাদ ঈশ্বরের ব্যবস্থার দাবিকে উপহাস, ব্যঙ্গ -বিদ্রুপ, এবং অস্বীকার করতে পারে। বিষয়চেতনা অনেককে দূষিত করতে এবং কয়েকটি নিয়ন্ত্রণে রাখতে পারে; কেবলমাত্র প্রচুর পরিশ্রম এবং অবিরত আত্মত্যাগের মাধ্যমে ঈশ্বরের পক্ষে তার ক্ষেত্রটি সুস্থির রাখা যায়; তবুও পরিশেষে সত্যই সগৌরবে বিজয়ী হবে। -Prophets and Kings, 186. ChSBen 165.3

পৃথিবীতে ঈশ্বরের সমাপনীয় কার্যে তাঁর ব্যবস্থার মূল্যমান পুনরায় সমুন্নত হবে। মিথ্য ধর্ম বিরাজ করতে পারে, অন্যায় আরও বাড়তে পারে, অনেকের প্রেম শীতল হতে পারে, কালভেরির ক্রুশ চোখের সামনে হারিয়ে যেতে পারে। জনপ্রিয় স্রোতের ধারা সম্পূর্ণ সত্যের বিরুদ্ধে যেতে পারে; ঈশ্বরের লোকদের উৎখাতের জন্য চক্রান্তের পর চক্রান্ত করা যেতে পারে; কিন্তু সবচেয়ে বড় বিপদের সময় এলিয়ের ঈশ্বর একটি বার্তা বহনের জন্য মানব কর্মীদের উত্থাপনকরবেন যাকে নীরব করা যাবে না দেশের জনবহুল শহরগুলিতে এবং যে সকল স্থানে মানুষ পরাৎপরের বিরুদ্ধে অতি মাত্রায় কথা বলে, কঠোর তিরস্কারের কন্ঠ শোনা যাবে। ঈশ্বরের নিয়োগপ্রাপ্ত লোকেরা সাহসিকতার সঙ্গে মণ্ডলী ও জগতের সমন্বয়ের নিন্দা করবে। তারা নরনারীকে আন্তরিকভাবে আহ্বান জানাবে মানব-নির্মিত অনুষ্ঠান পালন থেকে সত্য বিশ্রামবার পালনে ফিরে আসতে। -Prophets and Kings , 186,187. ChSBen 165.4