Go to full page →

প্রভুর জায়গায় প্রত্যেকের সংযুক্তি ChSBen 78

মনপরিবর্তনের মাধ্যমে যিনি কোন পদে সংযুক্ত হবেন তাকে তার পদের দায়িত্ব অর্পণ করতে হবে। এই যুদ্ধে প্রত্যেককে অংশ নিতে হবে বা কিছু করতে ইচ্ছুক হতে হবে। -Testimonies for the Church 7:30. ChSBen 78.1

অসংখ্য প্রতিষ্ঠান, বড় বড় ইমারত, কিম্বা দুর্দান্ত প্রদর্শনে ঈশ্বরের প্রয়োজন নাই, কিন্তু একটি অদ্ভুত জনসমাজ, ঈশ্বরের দ্বারা নির্বাচিত মূল্যবান লোকদের সমন্বিত কাজেই তাঁর চাহিদা। প্রত্যেক মানুষকে তার নিজের জায়গা এবং স্থানে দাঁড়িয়ে চিন্তা, কথা, এবং কাজে ঈশ্বরের আত্মার সঙ্গে সামঞ্জস্য রাখতে হবে। তখনই, কিন্তু তখন পর্যন্ত নয়, কাজটি সুসম্পূর্ণ, সম্পূর্ণভাবে প্রতিসম হবে। -Testimonies for the Church 6:293. ChSBen 78.2

একটি সেনাবাহিনীর শক্তি অনেকটাই পরিমাপ করা হয় তার পদস্থ ব্যক্তিদের দক্ষতার মাধ্যমে। একজন বিজ্ঞ জেনারেল তার অফিসারদের নির্দেশ দেন প্রত্যেক সৈনিকে সক্রিয় পরিষেবার প্রশিক্ষণ দিতে। তিনি সকলের ভূমিকায় সর্বোচ্চ দক্ষতা বিকশিত করতে চান। তিনি যদি কেবল তার অফিসারদের উপর নির্ভরশীল থাকেন, তিনি সৈন্যদলের প্রত্যেক ব্যক্তির কাছ থেকে বিশ্বস্ত এবং অবিশ্রান্ত সেবা প্রত্যাশা করেন। দায়িত্বটি অনেকাংশ পদাধিকারী কর্মকর্তাদের উপর নির্ভরশীল। -Testimonies for the Church 9:116. ChSBen 78.3

প্রভু সুসমাচার কর্মীদের আহ্বান করেন। কে সাড়া দেবে? যারা সেনাবাহিনীতে যোগদান করেন তারা সকলেই জেনারেল, ক্যাপটেন, সার্জেন্ট বা এমনকি কর্পোরালও নন। সকলেরই নেতৃত্বের অধিকার এবং দায়িত্ব নাই। অন্য প্রকারের নানা কঠিন কাজ করার আছে। কেউ কেউ খাত খনন এবং গড় নির্মাণ করবেন; কিছু সেনা সেন্টিনেল হিসাবে দাঁড়াবেন; কেউ বা বার্তা বহন করবেন। যদিও কয়েকজন কর্মকর্তা আছেন, সেনাবাহিনীর পদমর্যাদা এবং ফাইল গঠনের জন্য অনেক সৈন্যের প্রয়োজন; তথাপি এর সাফল্য প্রতিটি সৈনিকের বিশ্বস্ততার উপর নির্ভর করে। একজনের কাপুরুষতা বা বিশ্বাসঘাতকতা পুরো সেনাদলের উপর বিপর্যয় ডেকে আনতে পারে। -Gospel Workers, 84, 85. ChSBen 78.4