Go to full page →

সাফল্যের রহস্য ChSBen 79

ঈশ্বরের কাজের ক্ষেত্রে আমাদের সাফল্যের রহস্য আমাদের লোকদের সুসামঞ্জস্য কর্মের মধ্যে প্রদর্শিত হবে। কর্ম হবে একনিষ্ঠ। খ্রীষ্টের দেহের প্রত্যেক সদস্যকে ঈশ্বরের পক্ষে তার ভূমিকা সুষ্ঠুভাবে পালন করতে হবে তার ঈশ্বরদত্ত সামর্থ অনুসারে। আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে, হৃদয়ে হৃদয় মিলিয়ে একযোগে প্রতিবন্ধকতা এবং অসুবিধার বিরুদ্ধে অগ্রসর হতে হবে। -The Review and Herald, December 2, 1890. ChSBen 79.1

যদি খ্রীষ্টানরা এক সুরে কাজ করে, এক উদ্দেশ্য পূরণে এক শক্তির নির্দেশনায় এক হয়ে এগিয়ে চলে, তারা জগৎকে ওলোটপালোট করে দেবে। -Testimonies for the Church 9:221. ChSBen 79.2

স্বর্গদূতেরা সুরেলাভাবে কাজ করেন। নিখুঁত শৃঙ্খলা তাদের সমস্ত গতিবিধির বৈশিষ্ট্য। স্বর্গদূতদের সামঞ্জস্যতা এবং শৃঙ্খলা আমরা যতই অনুকরণ করব, ততই আমাদের পক্ষে এই স্বর্গীয় প্রতিনিধিদের প্রচেষ্টা সার্থক হবে। আমরা যদি ঐক্যবদ্ধ সুষম পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তা না দেখি, এবং এলোমেলো, বিশৃঙ্খল, এবং অসংগঠিতভাবে কাজ করি, স্বর্গদূতগণ, যারা পুরোপুরি সংগঠিত এবং নিখুঁত ছন্দক্রমে চলেন তারা সাফল্যের সঙ্গে আমাদের পক্ষে কাজ করতে পারবেন না। তারা দুঃখে মুখ ফেরান, কেননা তাদের বিশৃঙ্খলা, বিভ্রান্তি, এবং অরাজকতাকে আশীর্বাদের কোন অনুমতি নাই। যারা স্বর্গীয় বার্তাবাহকদের সহযোগিতা কামনা করেন তাদের অবশ্যই তেনাদের সঙ্গে একসূত্রে কাজ করতে হবে। যারা ঊর্ধ্ব থেকে তৈলাভিষিক্ত হয়েছেন, সর্বাত্মক প্রচেষ্টায় তারা কাজের শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা এবং ঐক্যকে উৎসাহিত করবেন এবং তারপর ঈশ্বরের দূতগণ তাদের সহযোগিতা করতে পারবেন। কিন্তু কদাপি নয়, এই দিব্য দূতগণ কখনই শৃঙ্খলাহীনতা, অনৈক্য, এবং বিভ্রমকে অনুমোদন করেন না। -Testimonies for the Church 1:649, 650. ChSBen 79.3