গত শুক্রবার সকালে, আমি সজাগ হইবার কেবলই পূর্বে একটি চিত্তাকর্ষক দৃশ্য আমার সম্মুখে উপস্থিত করা হইয়াছে। আমার মনে হইতেছিল, আমি ঘুম হইতে জাগিয়াছি কিন্তু আমার গৃহে নাই। জানালা দিয়া আমি ব্যাপক অগ্নিকান্ড দেখিতে পাইতেছিলাম। পথ সমূহের উপরে প্রকান্ড অগ্নি গোলকসমূহ পতিত হইতেছিল এবং এই সকল গোলক হইতে আগ্নেয়তীর চতুর্দিকে ছুটিতেছিল। যে সকল স্থানে অগ্নি প্রজ্জ্বলিত হইতেছিল তাহা দমন করা যাইতেছিল না এবং বহুস্থান বিনষ্ট হইতেছিল। লোকদের আতঙ্ক অবর্ণনীয় ছিল। কিছুক্ষণ পরে আমি সজাগ হইলাম ও নিজেকে গৃহে পাইলাম । —Ev 29 (1906) LDEBeng 20.2
আমি একটি প্রকান্ড অগ্নিগোলককের সুরম্য অট্টালিকার মধ্যে পতিত হইয়া তক্ষণা ধ্বংস প্রাপ্ত হইতে দেখিলাম। আমি কাহাকেও বলিতে শুনিলাম : আমরা জানিতাম যে ঈশ্বরের দন্ডাজ্ঞা পৃথিবীর উপরে আসিয়া পড়িতেছে, কিন্তু ইহা যে এত শীঘ্র আসিবে তাহা জানিতাম না।” অন্যেরা যন্ত্রনা কাতর স্বরে বলিল,” তোমরা জানিতে, তবে কেন আমাদিগকে বল নাই? আমরা জানিতাম না। ” — 9T 28 (1909) LDEBeng 20.3