প্রবল ঝড় আসিতেছে, ঈশ্বরের প্রতি অনুতাপ এবং প্রভু যীশুর প্রতি বিশ্বাস দ্বারা ইহার আক্রোশের নিমিত্ত প্রস্তুত হইতে হইবে। প্রভু উঠিয়া পৃথিবীকে প্রবল ঝাকুনি দিবেন। আমরা চতুর্দিকে সঙ্কট দেখিতে পাইব। সহস্র সহস্র জাহাজ সমুদ্রের গভীরে নিক্ষিপ্ত হইবে। নৌবহর ডুবিয়া যাইবে, এবং সহস্র সহস্র মানব জীবন বলি হইবে। অপ্রত্যাশিত ভাবে অগ্নিকান্ড সংঘটিত হইবে এবং কোন মনুষ্য প্রচেষ্টা তাহা নিবাইতে পারিবে না। ইহাদের শিখার আক্রোশে পৃথিবীর প্রাসাদসমূহ স্থানচ্যূত হইবে। রেল দুর্ঘটনা মূহুর্মুহু ঘটিতে থাকিবে । বিরাট পরিবহন ব্যবস্থায় বিশৃঙ্খলা, সংঘর্ষ এবং কোন পূর্ব সতর্কবাণী ছাড়াই মৃত্যু ঘটিবে। শেষ সন্নিকট, পরিত্রাণের সুযোগ রুদ্ধ হইতেছে। আহা, আইসুন ঈশ্বর সুলভ থাকিতে তাঁহার অন্বেষণ করি, তিনি নিকটে থাকিতে তাঁহাকে আহবান করি — MYP 89, 90 (1890) LDEBeng 19.3
--------------------------------------
N.B. মানুষের নষ্টামী এবং নিষ্ঠুরতা এত উচ্চে উঠিবে যে ঈশ্বর নিজেকে তাঁহার প্রতাপে প্রকাশ করিবেন । শীঘ্রই মন্দতা সীমানা স্পর্শ করিবে এবং নোহের সময়ের মত, ঈশ্বর তাঁহার দন্ডাজ্ঞা প্রদান করিবেন। — UL 334 (1903 ) LDEBeng 19.4
এই পৃথিবীর ইতিহাসের শেষ দৃশ্যে যুদ্ধ চারিদিকে ছড়াইয়া পড়িবে। মড়ক, মহামারী ও দুর্ভিক্ষ হইবে। মহাসাগরের জলরাশি সীমানার উপর দিয়া প্রবাহিত হইবে। সম্পদ ও জীবন, অগ্নি ও প্লাবন দ্বারা বিনষ্ট হইবে। যাহারা তাঁহাকে ভালবাসে খ্রীষ্ট তাহাদের নিমিত্ত যে স্থান প্রস্তুত করিতে গিয়াছেন আমাদিগকে সেই স্থানের নিমিত্ত প্রস্তুত হইতে হইবে। — - Mar 174 (1897) LDEBeng 20.1