আমি দেখিয়াছি যে, তাহারা যদি প্রতিটি প্রলুব্ধকারী পাপের উপরে, অহংকারের উপরে, স্বার্থপরতা জগতের প্রতি প্রেম, এবং প্রত্যেকটি ভ্রান্ত কথা এবং কার্য্যের উপরে বিজয় লাভ করিতে না পারে তবে কেহই সেই “তাপশান্তির” সহভাগি হইতে পারিবে না। এই কারণে আমাদিগকে ক্রমান্বয়ে সদাপ্রভুর নিকটবর্তী হইতে হইবে এবং সদাপ্রভুর সেই মহাদিনের সংগ্রামে দাঁড়াইতে সক্ষম হইবার প্রয়োজনীয় প্রস্তুতির নিমিত্ত একাগ্রভাবে যাচ্ঞা করিতে হইবে। —Ew 71 (1851). LDEBeng 137.2
হৃদমন্দির হইতে প্রত্যেকটি দুষণ পরিষ্কার করিয়া আমাদের চরিত্রের সকল ত্রুটি নিরাময় করিবার দায়িত্ব আমাদের উপরে ছাড়িয়া দেওয়া হইয়াছে। তখন পঞ্চাশত্তমীর দিনে শিষ্যদের উপরে যেমন অগ্রিম বর্ষা পতিত হইয়াছিল তদ্রুপ আমাদের উপরে শেষ বর্ষা বর্ষিত হইবে। —5T 214 (1882). LDEBeng 137.3
একটি নির্জীব মন্ডলীর উপরে সদাপ্রভু যেন তাহার আত্মা বর্ষণ করিতে পারে এই নিমিত্ত ঈশ্বরের লোকদের প্রতিটি বাধা অপসারণ করাকে শয়তান সর্বাপেক্ষা বেশী ভয় করে ।... প্রত্যেকটি প্রলোভন, প্রত্যেকটি গোপন বা প্রকাশ্য বিরুদ্ধে প্রভাব, “পরাক্রম দ্বারা নয়, বল দ্বারাও নয়, কিন্তু আমার আত্মা দ্বারা” কৃতকার্য্যতার সহিত প্রতিরোধ করিতে হইবে,” ইহা বাহিনীগণের সদাপ্রভু বলেন” (সখরিয় ৪:৬)। —ISM 124 (1887). LDEBeng 137.4
শেষ বর্ষা আসিবে এবং যে সকল হৃদয় প্রত্যেকটি কলুষ হইতে বিশুদ্ধ, তাহা ঈশ্বরের আশীর্বাদ দ্বারা পূর্ণ করিবে । খ্রীষ্টের নিকট এখন আমাদের হৃদয় সমপর্ণ করিয়া প্রভুর সম্মুখ হইতে তাপশান্তির সময়ের নিমিত্ত এবং পবিত্র আত্মার বাপ্তিস্মের নিমিত্ত যোগ্য করা আমাদের কার্য্য। —ISM 191 (1892). LDEBeng 137.5