মন্ডলীসমূহ যখন জীবন্ত ও কার্য্যকরী মন্ডলী হইবে তখন তাহাদের সরল আবেদনের উত্তরে পবিত্র আত্মা দত্ত হইবে।...তখন স্বর্গের জানালা শেষ বর্ষার বর্ষণের নিমিত্ত খোলা হইবে। — RH Feb. 25 1890. LDEBeng 137.6
যতদিন, ঈশ্বরের সহিত একত্রে কার্য্যকরার সম্পন্ন, অভিজ্ঞতা একদল জ্ঞানবান লোক না আসিবে, ততদিন সমগ্র পৃথিবী আলোকিতকারী ঈশ্বরের আত্মার মহা বর্ষণ হইবে না। আমরা যখন সর্বান্তকরণে সম্পূর্ণভাবে খ্রীষ্টের সেবা কার্য্যে উসর্গীকৃত হইব । ঈশ্বর তাঁহার আত্মার অপরিমেয় বর্ষণ দ্বারা তাহার স্বীকৃতি প্রদান করিবেন; কিন্তু যতক্ষণ মন্ডলীর বৃহত্তর অংশ ঈশ্বরের সহকার্য্যকারী না হইবে, ততক্ষণ এই ঘটনা ঘটিবে না। -ChS 253 (1896). LDEBeng 138.1
যখন মন্ডলী হইতে আলস্য ও শ্রমবিমুখতার অপবাদ দূর হইবে, সদাপ্রভুর আত্মা তখন সদয়ভাবে প্রকাশিত হইবেন। ঐশ্বরিক শক্তি প্রদর্শিত হইবে। মন্ডলী বাহিনীগণের সদাপ্রভুর বিধাতকৃত কাৰ্য্যসাধন দেখিতে পাইবে। — 9T 46 (1909). LDEBeng 138.2