আমি তোমাদিগকে বলিতেছি যে, এই শেষ কার্য্যে সদাপ্রভূ এরূপভাবে কাৰ্য্য করিবেন; যাহা সাধারন নিয়ম বহির্ভূত,এবং মনুষ্য পরিকল্পনার পরিপন্থী। আমাদের মধ্যে অনেকে থাকিবে যাহারা সর্বদা ঈশ্বরের কার্য্য নিয়ন্ত্রণ করিতে চাহিবে, এমন কি এই পৃথিবীতে তৃতীয় দূতের বার্তা দিবার নিমিত্তে যে দূতগণ যোগদান করিবেন। তাহাদের পরিচালনায় কার্যের অগ্রগতিতে যে আন্দোলন করা হইবে, তাহারা তাহারও নির্দেশ প্রদান করিতে চাহিবে। ঈশ্বর এমন পন্থা ও উপায় অবলম্বন করিবেন যাহাতে দৃষ্ট হইবে যে তিনি লাগাম নিজ হস্তে ধারণ করিয়াছেন। যে সকল সাধারণ উপায়ে তিনি তাহার ধার্মিকতার কার্য্য সিদ্ধ করিবেন, তাহাতে কার্য্যকারীগণ আশ্চর্য্য জ্ঞান করিবে -TM300(1885). LDEBeng 145.3
কল্পনা করিও না যে ভবিষ্যতের নিমিত্ত পরিকল্পনা করা সম্ভব হইবে। ঈশ্বর প্রতিটি পরিস্থিতিতে সর্বদা হালে দন্ডায়মান রহিয়াছেন তাহা স্বীকার করিতে হইবে। তিনি এরূপ পন্থায় কার্য্য করিবেন যাহা তাঁহার লোকদের গঠন করিবার; বৃদ্ধি ও পালন করিতে যথাযোগ্য হইবে । —CW71(1895). LDEBeng 145.4
কোন বিশেষ বা নির্দিষ্ট উপায়ে নহে, যদ্বারা মানুষ চিহ্নিত করিতে পারে; কিন্তু ঈশ্বরের নিয়মানুসারে তাঁহার নিজের নামের সম্মানার্থে অপ্রত্যাশিত সময় ও পন্থায় সহায় (পবিত্র আত্মা) নিজেকে প্রকাশ করিবেন। —EGW 88 1478 (1896). LDEBeng 145.5
পুরাকালে তিনি যেমন মৎস্যধারীগণকে তাঁহার শিষ্য হইবার নিমিত্ত আহবান করিয়াছিলেন, তদ্রূপ তিনি সাধারণ লোকদের মধ্য হইতে তাঁহার কার্য্য করাইবার নিমিত্ত নরনারীগণকে উঠাইবেন। শীঘ্রই জাগরণ হইবে যাহা অনেককে আশ্চর্যান্বিত করিবে । কী করিতে হইবে তাহার প্রয়োজনীয়তা যাহারা উপলব্ধি করিতে পারিবে না তাহাদিগকে কাটাইয়া যাওয়া হইবে। এবং স্বর্গীয় বার্তা বাহক সাধারণ লোক নামে খ্যাত লোকদিগকে বিভিন্ন স্থানে সত্য লইয়া যাইবার নিমিত্ত প্রস্তুত করিয়া তাহাদের সহিত কার্য্য করিবেন। 15 MR312 (1905). LDEBeng 145.6