শেষ গুরুত্ব পূর্ণ কার্য্যে বেশী মহৎ ব্যক্তিদের নিয়োগ করা হইবে না। ----ঈশ্বর আমাদের সময়ে এমন এক কার্য্য করিবেন যাহা অনেকে আশা করিবে না। তিনি আমাদের মধ্য হইতে তাহাদিগকে উঠাইবেন ও মহৎ করিবেন, যাহারা বৈজ্ঞানিক প্রতিষ্ঠানাদিতে বাহ্যিক প্রাপ্ত নহে, কিন্তু তাঁহার আত্মার পবিত্র মহিমা দ্বারা শিক্ষা পাইয়াছে। এই সকল সুবিধা গুলিকে অবজ্ঞা বা নিন্দা করা যায় না; এই গুলি অভিষিক্ত কিন্তু এই গুলি কেবল বাহ্যিক শিক্ষাগত যোগ্যতা প্রদান করিতে পারে। ঈশ্বর দেখাইবেন যে তিনি শিক্ষিত, আত্মশ্লাঘী মর্ত্যের উপর নির্ভরশীল নহেন। — 5T 80, 82 (1882) LDEBeng 146.1
যে সকল আত্মা একাগ্রভাবে আলোর অন্বেষণ করে এবং তাঁহার বাক্যের ঐশ্বরিক জ্যোতির প্রত্যেকটি আলোকচ্ছটা আনন্দের সহিত গ্রহণ করে; তাহাদিগকে আলো দত্ত হইবে। এই সকল আত্মার মাধ্যমে ঈশ্বর সেই আলো ও শক্তি প্রকাশ করিবেন যাহা সমগ্র পৃথিবীকে তাঁহার মহিমায় আলোকিত করিবে। —57729 (1889). LDEBeng 146.2
আত্মার শৃঙখলতা, হৃদয় ও মনের বিশুদ্ধতার প্রয়োজন। জ্ঞান বা কৌশল ও উজ্জ্বল মেধা অপেক্ষা ইহার মূল্য অধিক। যাহাদের যোগ্যতা আছে কিন্তু সঠিক কার্য্যে ব্যবহার করে না তাহাদের অপেক্ষা সাধারণ মন যাহা “ইহা সদাপ্রভূ কহেন,” এর বাধ্য তাহারা ঈশ্বরের কার্য্যের নিমিত্ত অধিক দক্ষতা সম্পন্ন। — RHNov 27,1900. LDEBeng 146.3
কার্য্যকারীগণ বিদ্যাপীঠ হইতে নহে কিন্তু তাঁহার আত্মার পবিত্র মহিমার দ্বারা প্রশিক্ষিত হইবে । বিশ্বাস ও প্রার্থনাশীল লোকেরা পবিত্র উদ্যমে তাহাদের নিকটে ঈশ্বর দত্ত বাক্য প্রচারে যাইতে উৎসাহিত হইবে -GC606 (1911). LDEBeng 146.4