কেবল দুইটি শ্রেণী হইতে পারে। প্রত্যেকটি দল হয় জীবন্ত ঈশ্বরের মুদ্রা দ্বারা নয় পশুর অথবা তাহার প্রতিমূর্তির ছাপ দ্বারা স্পষ্ট ভাবে চিহ্নিত। RH Jau 30, 1900. LDEBeng 153.1
বিশ্বাস এবং অবিশ্বাসের মধ্যের মহা সংঘর্ষে সমগ্র খ্রীষ্টিয়ান জগ জড়িত হইয়া পড়িবে। প্রত্যেক দলে যোগ দিবে। কেহ কেহ দৃশ্যত: কোন দলের সংঘর্ষে হয়ত জড়িত হইবে না। দেখা যাইবে তাহারা হয়ত সত্যের বিরুদ্ধে যাইতেছে না, কিন্তু আগত নিৰ্য্যাতন বা সম্পত্তি হাতছাড়া হইবার ভয়ে দৃঢ়তার সহিত খ্রীষ্টের পক্ষে বাহির হইয়া আসিতে পারিতেছে না। ইহারা সকলেই খ্রীষ্টের শত্রুগণের সহিত গণনা করা হইবে। -RH Feb.7, LDEBeng 153.2
আমরা যতই সময়ের শেষের দিকে যাইতে থাকিব, আলোর সন্তান ও অন্ধকারের সন্তানদের মধ্যে সীমান্ত চিহ্ন উত্তর উত্তর সিদ্ধান্ত কৃত হইবে। তাহারা উত্তর উত্তর বিবদমান হইবে। এই পার্থক্য খ্রীষ্টের কথায় এরূপে ব্যক্ত হইয়াছে” “নূতন জন্ম” খ্রীষ্টে নূতন সৃষ্টি, পৃথিবীর প্রতি মৃত এবং ঈশ্বর জীবিত। এই গুলি স্বর্গীয় এবং জাগতিক দিগকে বিভক্ত করে, যাহারা জগতের ও যাহারা তথা হইতে বাহির হইতে মনস্থ করিয়াছে তাহাদের বর্ণনা করে, যাহারা মনোনীত, ঈশ্বরের দৃষ্টিতে বহু মূল্যবান তাহাকে পৃথক করিতে প্রাচীর তুলিয়া দেয়। - Special testimoney to the Battle Greck Charch (Ph 155) 3 ( 1882). LDEBeng 153.3