যাহারা একই পরিবারের সদস্য ছিল তাহারা ভিন্ন। ধার্মিকগণের উপরে একটি চিহ্ন দেওয়া হইয়াছে। “তাহারা আমারই হইবে, ইহা বাহিনীগণের সদাপ্রভু কহেন; আমার কার্য্য করিবার দিনে তাহারা আমার নিজস্ব হইবে; এবং কোন মনুষ্য যেমন আপন সেবাকারী পুত্রের প্রতি মমতা করে, আমি তাহাদের প্রতি তেমনি মমতা করিব “[মালাখি ৩:১৭] যাহারা ঈশ্বরের আজ্ঞা সমুহে বাধ্য ছিল তাহারা আলোকে সাধুগণের দলের সহিত মিলিত হইবে। তাহারা দ্বার সকল দিয়া নগরে প্রবেশ করিবে এবং জীবন বৃক্ষের অধিকারী হইবে। “একজনকে লইয়া যাইবে।” তাহার নাম জীবন পুস্তকে লিখিত থাকিবে, কিন্তু সে যাহাদের সহিত মেলামেশা করিয়াছে তাহাদের ঈশ্বরের নিকট হইতে অনন্ত বিচ্ছিন্নতার ছাপ থাকিবে। --TM234, 235 (1895). LDEBeng 153.4