বিচারের দিনে অনেকে নানা প্রকার ভাল কার্য্যের উদাহরণ দিয়া অনুনয় বিনয় করিবে কেন তাহাদের বিবেচনায় আনা হইবে না। তাহারা বলিবে, আমি যুবদের ব্যবসায় প্রতিষ্ঠিত করিয়াছি। আমি হাসপাতাল নির্মানের অর্থযোগান দিয়াছি। আমি বিধবাদের অভাব পূরণ করিয়াছি, এবং দরিদ্র দিগকে আমার গৃহে আশ্ৰয় দিয়াছি।” হাঁ, কিন্তু তোমার উদ্দেশ্য স্বার্থপরতা দ্বারা এত কলুষিত ছিল যে, সদাপ্রভূর দৃষ্টিতে তোমার কাৰ্য্য গ্রহণ যোগ্য ছিল না। তুমি যাহা কিছু করিয়াছ, অহং প্রকটভাবে দৃশ্য হইয়াছে। - MS 53, 1906. LDEBeng 156.1
উদ্দেশ্য আমাদের ক্রিয়া কলাপের চরিত্র প্রদান করে, তাহা অবমাননাকর বা উচ্চ নৈতিকতা মূল্যবান তাহা চিহ্নিত করে। --DA 615 (1898). LDEBeng 156.2