আমাদের বাস্তব হিতসংকল্পের উপর শেষ দিনের সিদ্ধান্ত সমূহ ন্যস্ত করা হইয়াছে। তাঁহার নিমিত্ত কৃত প্রত্যেকটি হিতকার্য্য খ্রীষ্ট স্বীকার করেন। --TM399 (1896). LDEBeng 155.3
যখন জাতিগণ তাঁহার সম্মুখে উপস্থিত হইবে তখন সেস্থানে দুইটি শ্রেণী থাকিবে, এবং তাহারা দরিদ্র এবং যাতনা গ্রস্তদের মাধ্যমে তাঁহার প্রতি কী করিয়াছে বা কী করিতে অবহেলা করিয়াছে, তদ্বারা তাহাদের অনন্ত গন্তব্য নির্দ্ধারিত হইবে। LDEBeng 155.4
পৌত্তলিকদের মধ্যে যাহারা ঈশ্বরকে অজ্ঞের মত আরাধনা করে, যাহাদের নিকট আলো কোন মানবীয় উপায়ে আইসে নাই, তথাপি তাহারা বিনষ্ট হইবে না। যদিও তাহারা ঈশ্বরের লিখিত ব্যবস্থা সম্পর্কে অজ্ঞ, তাহারা প্রকৃতিতে তাঁহার স্বর শ্রবণ করিয়াছে এবং ব্যবস্থার দাবী পূরণ করিয়াছে। তাহাদের অন্তর যে পবিত্র আত্মা স্পর্শ করিয়াছে তাহাদের কার্য্যই তাহার প্রমাণ, এবং তাহারা ঈশ্বরের সন্তান বলিয়া স্বীকৃত হইবে । LDEBeng 155.5
জাতিগণের মধ্যে সামান্যেরা এবং পৌত্তলিকেরা কতই না আনন্দিত ও আশ্চর্য্যান্বিত হইবে যখন তাহারা ত্রাণকর্তার মুখ হইতে বলিতে শুনিবে, “আমার এই ভ্রাতৃগণের এই ক্ষুদ্রতমদিগের মধ্যে একজনের প্রতি যখন ইহা করিয়াছিলে, তখন আমারই প্রতি করিয়াছিলে”। তাঁহার অনুমোদনের বাক্যে তাঁহার পশ্চাদ গামীরা যখন আনন্দ ও বিস্ময়ে উর্দ্ধদৃষ্টি করিবে তখন অসীম প্রেমের হৃদয় কতই না আনন্দিত হইবে। --DA 637, 638(1898) LDEBeng 155.6